Ajker Patrika

পাংশা বাজারে ভারী যান প্রবেশ নিষেধ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫: ২৬
পাংশা বাজারে ভারী যান প্রবেশ নিষেধ

রাজবাড়ীর পাংশায় যানজট নিরসনে বাজারে ভারী যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল। এ নিয়ে শুরু হয়েছে প্রচার মাইকিং। প্রচার মাইকে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহন বাজারে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভারী যানে লোড-আনলোড করা যাবে না। এই আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে বলেও প্রচার মাইকে জানানো হয়েছে। 

এ বিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য পাংশা মডেল থানার ওসিকে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া পাংশা বাজারের যানজটের অবস্থা বিবেচনা করে এই নির্দেশনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

পাংশা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পৌর কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদ অনুরোধ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ভারী যানবাহন প্রবেশ ও লোড-আনলোড বন্ধ থাকবে। পাংশা থানার পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত