নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘মঙ্গল শোভাযাত্রা বন্ধে দেওয়া চিরকুট কোনো জঙ্গি সংগঠন রাখেনি। দুষ্টুু ছেলেরা রেখেছে।’ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘হুমকি দিয়েছে দাজ্জাল বাহিনী। এই নামে দেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দলও নেই। এটা আমাদের কাছে মনে হয়েছে কোনো দুষ্টু পোলাপান অতি উৎসাহী হয়ে এমন চিরকুট লিখেছে। মঙ্গল শোভাযাত্রা আয়োজকদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের চিন্তার কোনো কারণ নেই। তার পরও এ ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
খন্দকার গোলাম ফারুক বলেন, এবারের পয়লা বৈশাখের অনুষ্ঠান আনন্দমুখর করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। রমনা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির রবীন্দ্রসরোবরসহ যেসব স্থানে নববর্ষের আয়োজন করা হবে, সবখানেই নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
রমনার বটমূলে প্রবেশ ও বের হওয়ার জন্য ৯টি গেট থাকবে। তার মধ্যে চারটি গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি গেটেই আর্থওয়ে থাকবে। ব্যাগ নিয়ে রমনায় প্রবেশ করা যাবে না। এ ছাড়া সকাল ৬টা থেকে বিকেল ৪ পর্যন্ত অবস্থান করা যাবে। এরপর প্রবেশ করতে দেওয়া হবে না।
কমিশনার বলেন, পুলিশ ও বিভিন্ন ইউনিটের পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা থাকবে। যাঁরা নববর্ষ উপভোগ করতে চান, তাঁরা নিশ্চিন্তে পালন করতে পারবেন।
জঙ্গি ছিনতাইয়ের বিষয় জানতে চাইলে কমিশনার বলেন, ‘দুজন জঙ্গি ছিনতাই হয়েছে। বিনিময়ে ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরেও সেই দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে। সরাসরি জঙ্গি হুমকি নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা বাঙালি বীরের জাতি। দু-একটা বোমা দিয়ে দমন করা যাবে না। ’৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী ট্যাংক, বন্দুক নিয়ে দমন করতে পারে নাই ৷ আর কোথাকার কোন জঙ্গি দুটা বোমা মেরে দমন করবে, এমন ভিতু জাতি না। কোনো শকুন নখ দেখিয়ে ভয় দেখাবে, এমন জাতি আমরা না। তার পরও আমরা প্রস্তুত আছি। কেউ কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস দেখাতে পারবে না।’

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘মঙ্গল শোভাযাত্রা বন্ধে দেওয়া চিরকুট কোনো জঙ্গি সংগঠন রাখেনি। দুষ্টুু ছেলেরা রেখেছে।’ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘হুমকি দিয়েছে দাজ্জাল বাহিনী। এই নামে দেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দলও নেই। এটা আমাদের কাছে মনে হয়েছে কোনো দুষ্টু পোলাপান অতি উৎসাহী হয়ে এমন চিরকুট লিখেছে। মঙ্গল শোভাযাত্রা আয়োজকদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের চিন্তার কোনো কারণ নেই। তার পরও এ ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
খন্দকার গোলাম ফারুক বলেন, এবারের পয়লা বৈশাখের অনুষ্ঠান আনন্দমুখর করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। রমনা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির রবীন্দ্রসরোবরসহ যেসব স্থানে নববর্ষের আয়োজন করা হবে, সবখানেই নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
রমনার বটমূলে প্রবেশ ও বের হওয়ার জন্য ৯টি গেট থাকবে। তার মধ্যে চারটি গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি গেটেই আর্থওয়ে থাকবে। ব্যাগ নিয়ে রমনায় প্রবেশ করা যাবে না। এ ছাড়া সকাল ৬টা থেকে বিকেল ৪ পর্যন্ত অবস্থান করা যাবে। এরপর প্রবেশ করতে দেওয়া হবে না।
কমিশনার বলেন, পুলিশ ও বিভিন্ন ইউনিটের পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা থাকবে। যাঁরা নববর্ষ উপভোগ করতে চান, তাঁরা নিশ্চিন্তে পালন করতে পারবেন।
জঙ্গি ছিনতাইয়ের বিষয় জানতে চাইলে কমিশনার বলেন, ‘দুজন জঙ্গি ছিনতাই হয়েছে। বিনিময়ে ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরেও সেই দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে। সরাসরি জঙ্গি হুমকি নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা বাঙালি বীরের জাতি। দু-একটা বোমা দিয়ে দমন করা যাবে না। ’৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী ট্যাংক, বন্দুক নিয়ে দমন করতে পারে নাই ৷ আর কোথাকার কোন জঙ্গি দুটা বোমা মেরে দমন করবে, এমন ভিতু জাতি না। কোনো শকুন নখ দেখিয়ে ভয় দেখাবে, এমন জাতি আমরা না। তার পরও আমরা প্রস্তুত আছি। কেউ কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস দেখাতে পারবে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে