নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় স্ত্রীর পরকীয়া সন্দেহে তাঁরই (দ্বিতীয় স্ত্রী) ছোট ভাই-বোনকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করেন স্বামী আলাউদ্দিন। গত মঙ্গলবার ঢাকার আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ বিষয়ে জবানবন্দি দেন অভিযুক্ত আলাউদ্দিন।
জবানবন্দিতে অভিযুক্ত আলাউদ্দিন বলেন, ‘রাজধানীর আদাবরে দুই ভাই-বোনকে ঘরে আটকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করি। মিতু ও বাপ্পি আমার ছোট স্ত্রীর ভাই-বোন। স্ত্রীর পরকীয়ায় জড়িত এই সন্দেহ হওয়ায় তাঁকে শিক্ষা দিতেই হত্যার সিদ্ধান্ত নিই।’
ঢাকার আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে গত মঙ্গলবার মিতু (১০) ও বাপ্পিকে (৫) অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মিতুর শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাপ্পি এখনো চিকিৎসাধীন।
এ ঘটনায় আদাবর থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ঘটনার রাতে ওই দুই শিশুর ভগ্নিপতি আলাউদ্দিনকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি পুলিশের কাছে দুই শিশুকে হত্যার চেষ্টার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন আসামিকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা লিপিবদ্ধ করার আবেদন করেন তিনি। ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আদালতকে জানিয়েছেন, তিনি দুই বিয়ে করেছেন। আদাবরের সুনিবির হাউজিংয়ের পাশাপাশি দুটি বাসায় দুই বউ থাকেন। মিতু ও বাপ্পি তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই ও বোন। দ্বিতীয় স্ত্রী যে বাসায় থাকেন সেই বাসায় তাঁর ভাই, বোন ও মা থাকেন।
আলাউদ্দিন আদালতকে আরও বলেন, সম্প্রতি তাঁর সন্দেহ হচ্ছে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ায় জড়িত। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। এমনকি দ্বিতীয় স্ত্রীকে আলাউদ্দিন মারধর করতেন। এ সময় ছোট দুই ভাই বোন আলাউদ্দিনকে বিভিন্ন গালাগালি করতেন। আলাউদ্দিনের রাগ হয়। তিনি দুজনকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। গত মঙ্গলবার দুই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে আলাউদ্দিন তাঁর বড় বউয়ের বাসায় নিয়ে আসেন। একপর্যায়ে তাদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যান।

দ্বিতীয় স্ত্রীর পরকীয়া সন্দেহে তাঁরই (দ্বিতীয় স্ত্রী) ছোট ভাই-বোনকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করেন স্বামী আলাউদ্দিন। গত মঙ্গলবার ঢাকার আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ বিষয়ে জবানবন্দি দেন অভিযুক্ত আলাউদ্দিন।
জবানবন্দিতে অভিযুক্ত আলাউদ্দিন বলেন, ‘রাজধানীর আদাবরে দুই ভাই-বোনকে ঘরে আটকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করি। মিতু ও বাপ্পি আমার ছোট স্ত্রীর ভাই-বোন। স্ত্রীর পরকীয়ায় জড়িত এই সন্দেহ হওয়ায় তাঁকে শিক্ষা দিতেই হত্যার সিদ্ধান্ত নিই।’
ঢাকার আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে গত মঙ্গলবার মিতু (১০) ও বাপ্পিকে (৫) অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মিতুর শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাপ্পি এখনো চিকিৎসাধীন।
এ ঘটনায় আদাবর থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ঘটনার রাতে ওই দুই শিশুর ভগ্নিপতি আলাউদ্দিনকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি পুলিশের কাছে দুই শিশুকে হত্যার চেষ্টার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন আসামিকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা লিপিবদ্ধ করার আবেদন করেন তিনি। ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আদালতকে জানিয়েছেন, তিনি দুই বিয়ে করেছেন। আদাবরের সুনিবির হাউজিংয়ের পাশাপাশি দুটি বাসায় দুই বউ থাকেন। মিতু ও বাপ্পি তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই ও বোন। দ্বিতীয় স্ত্রী যে বাসায় থাকেন সেই বাসায় তাঁর ভাই, বোন ও মা থাকেন।
আলাউদ্দিন আদালতকে আরও বলেন, সম্প্রতি তাঁর সন্দেহ হচ্ছে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ায় জড়িত। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। এমনকি দ্বিতীয় স্ত্রীকে আলাউদ্দিন মারধর করতেন। এ সময় ছোট দুই ভাই বোন আলাউদ্দিনকে বিভিন্ন গালাগালি করতেন। আলাউদ্দিনের রাগ হয়। তিনি দুজনকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। গত মঙ্গলবার দুই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে আলাউদ্দিন তাঁর বড় বউয়ের বাসায় নিয়ে আসেন। একপর্যায়ে তাদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যান।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে