
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে বনভূমির মাটি কাটার অপরাধে দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ভেরামতলি গ্রাম থেকে তাঁদের আটকের পর আদালত এ রায় দেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি একই অপরাধে তাঁদের মালিকানাধীন ১২টি ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। পরে মুচলেকা দিয়ে সেগুলো ছড়িয়ে নেন তাঁরা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিরুজালি গ্রামের আব্দুল খালেক ব্যাপারীর ছেলে আরিফ হোসেন ব্যাপারী (৪০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম (২৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, কয়েক ব্যক্তি কিছুদিন ধরে অবৈধভাবে বনভূমি ও ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজ (বৃহস্পতিবার) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সেখান থেকে আরিফ হোসেন ব্যাপারী ও মনজুরুল ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক)-এর (খ)/১৫ (১) ধারায় তাঁদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল আজকের পত্রিকাকে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি না থাকলেও তাঁরা সেখান থেকে মাটি কাটছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৩ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২১ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৭ মিনিট আগে