আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে ফনেক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে পাঁচতলায় এক চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আসাদ নামের একজন আজকের পত্রিকা বলেন, তিন বছর ধরে সেখানে কাজ করেন তিনি। প্রত্যেক তলাতেই অনেক মানুষ থাকে এবং কাজ করে। শুক্রবার জন্য সেখানে মানুষ তুলনামূলক কম ছিল। পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ার পরপরই তিনিসহ অন্যরা দৌড়ে নেমে আসেন।
ফায়ার সার্ভিস বলছে, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে। তবে পাঁচতলার আগুন ছয়তলাতেও ছড়িয়ে পড়েছে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।
মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এই ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।
এদিকে বিবিজি সদর দপ্তর থেকে বলছে, অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যেন না হয়, সে জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে ফনেক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে পাঁচতলায় এক চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আসাদ নামের একজন আজকের পত্রিকা বলেন, তিন বছর ধরে সেখানে কাজ করেন তিনি। প্রত্যেক তলাতেই অনেক মানুষ থাকে এবং কাজ করে। শুক্রবার জন্য সেখানে মানুষ তুলনামূলক কম ছিল। পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ার পরপরই তিনিসহ অন্যরা দৌড়ে নেমে আসেন।
ফায়ার সার্ভিস বলছে, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে। তবে পাঁচতলার আগুন ছয়তলাতেও ছড়িয়ে পড়েছে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।
মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এই ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।
এদিকে বিবিজি সদর দপ্তর থেকে বলছে, অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যেন না হয়, সে জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৬ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৮ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে