নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওরিনের বাবা টাঙ্গাইল সদরের ইসলামবাগ বাগমারা গ্রামের খন্দকার নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে মামলার আরজি দাখিল করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত এই মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা অপমৃত্যুর মামলা এবং মৃত নওরিনের পোস্টমর্টেম রিপোর্ট দাখিল করার জন্য ওই থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় আসামি করা হয়েছে নওরিনের স্বামী চাঁদপুরের মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিল ও নওরিনের শাশুড়ি শামসুন্নাহারকে।
বাদী মামলার আরজিতে বলেছেন, তাঁর মেয়ে নওরিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শেষ করেছেন। স্নাতকোত্তর করার আগেই গত ২১ জুলাই ইব্রাহিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। ইব্রাহিম একটি কোম্পানিতে আশুলিয়ায় চাকরি করেন। তাঁরা আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযোগে বলা হয়, নওরিন স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চান। কিন্তু তাঁর স্বামী ইব্রাহিম ও তাঁর মা নওরিনকে আর লেখাপড়া করাতে চান না। বিয়ের দুই দিন পর থেকেই নওরিনকে আর লেখাপড়া না করার জন্য চাপ দিতে থাকেন। তাঁকে মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতন শুরু করে।
৩ আগস্ট এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন স্বামী নওরিনকে তালাক দেওয়ার হুমকি দেন। নওরিন মানসিকভাবে ভেঙে পড়ায় বাবার বাড়িতে যেতে চান। কিন্তু তাঁকে আটকে রাখা হয়। নওরিন বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে বাবাকে জানালে তিনি ইব্রাহিমকে ফোন করেন। কিন্তু ইব্রাহিম শ্বশুরকে জানান নওরিনকে বাড়ি যেতে দেওয়া হবে না।
৮ আগস্ট নওরিনকে বাসায় আটকে রেখে স্বামী বাইরে বের হন। নওরিনের মোবাইল ফোন কেড়ে নেন। বাদী তাঁর জামাতা ইব্রাহিমকে ফোন করলে তিনি জানান বাসায় ঢোকা যাবে না, তাঁকে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে মামলার বাদী তাঁর মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল থেকে আশুলিয়ার উদ্দেশে আসেন। বিকেলের দিকে ফোন করলে ইব্রাহিম জানান তাঁর মেয়ে ছয়তলা থেকে লাফ দিয়েছেন এবং হাবিব হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে হাবিব হাসপাতালে পৌঁছে বাদী তাঁর মেয়ে নওরিনের লাশ দেখতে পান।
মামলার অভিযোগে আরও বলা হয়, তাঁর মেয়েকে হত্যা করে আলামত নষ্ট করার উদ্দেশ্যে আত্মহত্যার মামলা সাজিয়েছেন আসামি ইব্রাহিম। কারণ, ছয়তলা থেকে লাফ দেওয়ার পরে যেভাবে আহত হওয়ার কথা সে ধরনের কোনো আঘাত নওরিনের শরীরে ছিল না।
মামলার অভিযোগে আরও বলা হয়, তিনি হত্যার অভিযোগ নিয়ে থানায় গেলে আশুলিয়া থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা করার জন্য বাদীকে বাধ্য করে এবং তাঁর টিপসই নেয়। পরে আবার হত্যা মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ পরে আসতে বলে।
উল্লেখ্য, নওরিনের মৃত্যুর পর তাঁর স্বামী ইব্রাহিম খলিল এটিকে আত্মহত্যা বলে প্রচার করেন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওরিনের বাবা টাঙ্গাইল সদরের ইসলামবাগ বাগমারা গ্রামের খন্দকার নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে মামলার আরজি দাখিল করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত এই মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা অপমৃত্যুর মামলা এবং মৃত নওরিনের পোস্টমর্টেম রিপোর্ট দাখিল করার জন্য ওই থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় আসামি করা হয়েছে নওরিনের স্বামী চাঁদপুরের মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিল ও নওরিনের শাশুড়ি শামসুন্নাহারকে।
বাদী মামলার আরজিতে বলেছেন, তাঁর মেয়ে নওরিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শেষ করেছেন। স্নাতকোত্তর করার আগেই গত ২১ জুলাই ইব্রাহিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। ইব্রাহিম একটি কোম্পানিতে আশুলিয়ায় চাকরি করেন। তাঁরা আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযোগে বলা হয়, নওরিন স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চান। কিন্তু তাঁর স্বামী ইব্রাহিম ও তাঁর মা নওরিনকে আর লেখাপড়া করাতে চান না। বিয়ের দুই দিন পর থেকেই নওরিনকে আর লেখাপড়া না করার জন্য চাপ দিতে থাকেন। তাঁকে মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতন শুরু করে।
৩ আগস্ট এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন স্বামী নওরিনকে তালাক দেওয়ার হুমকি দেন। নওরিন মানসিকভাবে ভেঙে পড়ায় বাবার বাড়িতে যেতে চান। কিন্তু তাঁকে আটকে রাখা হয়। নওরিন বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে বাবাকে জানালে তিনি ইব্রাহিমকে ফোন করেন। কিন্তু ইব্রাহিম শ্বশুরকে জানান নওরিনকে বাড়ি যেতে দেওয়া হবে না।
৮ আগস্ট নওরিনকে বাসায় আটকে রেখে স্বামী বাইরে বের হন। নওরিনের মোবাইল ফোন কেড়ে নেন। বাদী তাঁর জামাতা ইব্রাহিমকে ফোন করলে তিনি জানান বাসায় ঢোকা যাবে না, তাঁকে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে মামলার বাদী তাঁর মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল থেকে আশুলিয়ার উদ্দেশে আসেন। বিকেলের দিকে ফোন করলে ইব্রাহিম জানান তাঁর মেয়ে ছয়তলা থেকে লাফ দিয়েছেন এবং হাবিব হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে হাবিব হাসপাতালে পৌঁছে বাদী তাঁর মেয়ে নওরিনের লাশ দেখতে পান।
মামলার অভিযোগে আরও বলা হয়, তাঁর মেয়েকে হত্যা করে আলামত নষ্ট করার উদ্দেশ্যে আত্মহত্যার মামলা সাজিয়েছেন আসামি ইব্রাহিম। কারণ, ছয়তলা থেকে লাফ দেওয়ার পরে যেভাবে আহত হওয়ার কথা সে ধরনের কোনো আঘাত নওরিনের শরীরে ছিল না।
মামলার অভিযোগে আরও বলা হয়, তিনি হত্যার অভিযোগ নিয়ে থানায় গেলে আশুলিয়া থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা করার জন্য বাদীকে বাধ্য করে এবং তাঁর টিপসই নেয়। পরে আবার হত্যা মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ পরে আসতে বলে।
উল্লেখ্য, নওরিনের মৃত্যুর পর তাঁর স্বামী ইব্রাহিম খলিল এটিকে আত্মহত্যা বলে প্রচার করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে