ঢাবি প্রতিনিধি

‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ স্লোগান সামনে রেখে কবিতা পাঠ, আবৃত্তি ও মুক্ত আলোচনায় শুরু হলো দুদিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০২৩।’
আজ বুধবার সকাল ১০টায় জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়।
উদ্বোধকের বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, ‘দেশের অনেক উন্নতি হয়েছে, এখন আমাদের সমাজ ও সাহিত্যের উন্নতি দরকার। আমরা জাতি হিসেবে দিন দিন লোভাতুর হয়ে যাচ্ছি! এখন আমাদের ভাবতে কষ্ট হয়, আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি কিন্তু লোভ ছাড়তে পারছি না।’
কাগজের দাম কমানোর অনুরোধ জানিয়ে কবি আসাদ চৌধুরী বলেন, ‘কাগজের দাম অনেক বেড়ে গেছে। এভাবে বাড়তে থাকলে দেশের কবি, সাহিত্যিকেরা হারিয়ে যাবে, কিছু লিখতে পারবে না; পাঠক কিছু জানবে না। কাগজের দাম কমলে জ্ঞানীদের কাছ থেকে আমরা জ্ঞানের কথা জানতে পারব।’
সভাপতির বক্তব্যে কবি মুহাম্মদ সামাদ বলেন, ‘সকল সুন্দরের শ্রেষ্ঠ সুন্দর হলো কবিতা। তাই তুলনা করতে গিয়ে আমরা বলি, গল্প বা উপন্যাসটি যেন একটি সুন্দর কবিতা; রূপসী মেয়েটি দেখতে ঠিক যেন একটি নিটোল কবিতা; একটি সুন্দর বক্তৃতাকে তাৎক্ষণিক তুলনা করি অসাধারণ কবিতা বলে। ইতিহাসের প্রবল ঘটনা বা বিজয়ের কাহিনিকে বলি মহাকাব্য। শিল্প-সুষমায় সমৃদ্ধ এই কবিতা, কাব্য বা মহাকাব্যের স্রষ্টা হলেন কবি; এই কবি সর্বশ্রেষ্ঠ ও সার্বভৌম মানুষ।’
কবি সামাদ আরও বলেন, ‘সকল কবির সৃষ্টির প্রধান পাথেয় স্বপ্ন, সাহস ও ভালোবাসা। আশৈশব নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির স্বপ্ন, অসমসাহস ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই প্রধান পাথেয় ছিল বঙ্গবন্ধু মুজিবের। তাঁর (বঙ্গবন্ধুর) শিল্পশৈলীসমৃদ্ধ রাজনীতির সোনালি ফসল এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নিঃসন্দেহে এক অনুপম সৃষ্টি ও মহত্তম কবিতা। তাই বাংলার স্বাধীনতা আমার, আপনার ও অনাগত কালের সকল বাঙালির এক প্রিয়তম কবিতা।’
জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।
কবিতা উৎসবে শোকপ্রস্তাব পাঠ করেন আমিনুর রহমান সুলতান। ঘোষণাপত্র পাঠ করেন কাজল বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক শিহাব সরকার ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
ভারত, ভুটান, নেপাল, অস্ট্রিয়া ও ইরান থেকে আমন্ত্রিত কবিরা এবং সারা দেশ থেকে শতাধিক কবি এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া এই কবিতা উৎসব উদ্বোধনের দিন থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিন আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিভিন্ন কবিতা পাঠ, আবৃত্তি, সেমিনার ও মুক্ত আলোচনার মাধ্যমে যথারীতি এই উৎসব চলবে।

‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ স্লোগান সামনে রেখে কবিতা পাঠ, আবৃত্তি ও মুক্ত আলোচনায় শুরু হলো দুদিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০২৩।’
আজ বুধবার সকাল ১০টায় জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়।
উদ্বোধকের বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, ‘দেশের অনেক উন্নতি হয়েছে, এখন আমাদের সমাজ ও সাহিত্যের উন্নতি দরকার। আমরা জাতি হিসেবে দিন দিন লোভাতুর হয়ে যাচ্ছি! এখন আমাদের ভাবতে কষ্ট হয়, আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি কিন্তু লোভ ছাড়তে পারছি না।’
কাগজের দাম কমানোর অনুরোধ জানিয়ে কবি আসাদ চৌধুরী বলেন, ‘কাগজের দাম অনেক বেড়ে গেছে। এভাবে বাড়তে থাকলে দেশের কবি, সাহিত্যিকেরা হারিয়ে যাবে, কিছু লিখতে পারবে না; পাঠক কিছু জানবে না। কাগজের দাম কমলে জ্ঞানীদের কাছ থেকে আমরা জ্ঞানের কথা জানতে পারব।’
সভাপতির বক্তব্যে কবি মুহাম্মদ সামাদ বলেন, ‘সকল সুন্দরের শ্রেষ্ঠ সুন্দর হলো কবিতা। তাই তুলনা করতে গিয়ে আমরা বলি, গল্প বা উপন্যাসটি যেন একটি সুন্দর কবিতা; রূপসী মেয়েটি দেখতে ঠিক যেন একটি নিটোল কবিতা; একটি সুন্দর বক্তৃতাকে তাৎক্ষণিক তুলনা করি অসাধারণ কবিতা বলে। ইতিহাসের প্রবল ঘটনা বা বিজয়ের কাহিনিকে বলি মহাকাব্য। শিল্প-সুষমায় সমৃদ্ধ এই কবিতা, কাব্য বা মহাকাব্যের স্রষ্টা হলেন কবি; এই কবি সর্বশ্রেষ্ঠ ও সার্বভৌম মানুষ।’
কবি সামাদ আরও বলেন, ‘সকল কবির সৃষ্টির প্রধান পাথেয় স্বপ্ন, সাহস ও ভালোবাসা। আশৈশব নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির স্বপ্ন, অসমসাহস ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই প্রধান পাথেয় ছিল বঙ্গবন্ধু মুজিবের। তাঁর (বঙ্গবন্ধুর) শিল্পশৈলীসমৃদ্ধ রাজনীতির সোনালি ফসল এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নিঃসন্দেহে এক অনুপম সৃষ্টি ও মহত্তম কবিতা। তাই বাংলার স্বাধীনতা আমার, আপনার ও অনাগত কালের সকল বাঙালির এক প্রিয়তম কবিতা।’
জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।
কবিতা উৎসবে শোকপ্রস্তাব পাঠ করেন আমিনুর রহমান সুলতান। ঘোষণাপত্র পাঠ করেন কাজল বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক শিহাব সরকার ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
ভারত, ভুটান, নেপাল, অস্ট্রিয়া ও ইরান থেকে আমন্ত্রিত কবিরা এবং সারা দেশ থেকে শতাধিক কবি এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া এই কবিতা উৎসব উদ্বোধনের দিন থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিন আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিভিন্ন কবিতা পাঠ, আবৃত্তি, সেমিনার ও মুক্ত আলোচনার মাধ্যমে যথারীতি এই উৎসব চলবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে