মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশি বন্ধুকে দেখতে সৌদি আরব থেকে মাদারীপুরে এসেছেন এক দম্পতি। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের পৌরসভার কুকরাইল এলাকায় সুমন মিয়ার বাড়িতে যান তাঁরা। তাঁদের দেখতে প্রতিবেশীরা ভিড় করেন।
শুক্রবার (১৩ জুন) দুপুরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে সুমনের বাড়িতে যান সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি ও তাঁর স্ত্রী সাহাব মোহাম্মদ গ্রেইনি। তাঁরা সুমনের একটি সাততলা ভবন উদ্বোধন করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০১ সালে সৌদি আরবের রিয়াদে ঠিকাদারি কাজ শুরু করেন মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের সুমন মিয়া। কাজের সুবাদে সৌদি আরবের বড় ব্যবসায়ী হুমুদ দায়ফাল্লা আলওথাইবির সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পরে ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সুমন দেশে এসে মাদারীপুরের কুকরাইল এলাকায় জায়গা কিনে বাড়ি নির্মাণ শুরু করেন। তবে জীবিকার তাগিদে তিনি আবারও ফিরে যান সৌদি আরবে।
বন্ধুর নতুন বাড়ি দেখতে ওই আলওথাইবি আগ্রহী ছিলেন। গত বুধবার (১১ জুন) স্ত্রীকে নিয়ে তিনি বাংলাদেশে আসেন। পরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন তাঁরা। সেখান থেকে আজ কুকরাইল এলাকায় সুমনের বাড়ি যান। আগামী রোববার (১৫ জুন) তাঁরা সৌদি আরবে ফিরে যাবেন।
সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি জানান, তিনি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তা-ও আবার স্ত্রীকে নিয়ে। এখানকার মানুষের অ্যাপায়নে তাঁরা মুগ্ধ। তাঁদের অনেক ভালো লেগেছে। তাই আবার বাংলাদেশে ঘুরতে আসবেন বলে জানান।
সৌদিপ্রবাসী সুমন মিয়া বলেন, ভালো সম্পর্ক ও বন্ধুত্ব থাকার কারণে এত দূর থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তাঁর সৌদির বন্ধু।

বাংলাদেশি বন্ধুকে দেখতে সৌদি আরব থেকে মাদারীপুরে এসেছেন এক দম্পতি। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের পৌরসভার কুকরাইল এলাকায় সুমন মিয়ার বাড়িতে যান তাঁরা। তাঁদের দেখতে প্রতিবেশীরা ভিড় করেন।
শুক্রবার (১৩ জুন) দুপুরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে সুমনের বাড়িতে যান সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি ও তাঁর স্ত্রী সাহাব মোহাম্মদ গ্রেইনি। তাঁরা সুমনের একটি সাততলা ভবন উদ্বোধন করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০১ সালে সৌদি আরবের রিয়াদে ঠিকাদারি কাজ শুরু করেন মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের সুমন মিয়া। কাজের সুবাদে সৌদি আরবের বড় ব্যবসায়ী হুমুদ দায়ফাল্লা আলওথাইবির সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পরে ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সুমন দেশে এসে মাদারীপুরের কুকরাইল এলাকায় জায়গা কিনে বাড়ি নির্মাণ শুরু করেন। তবে জীবিকার তাগিদে তিনি আবারও ফিরে যান সৌদি আরবে।
বন্ধুর নতুন বাড়ি দেখতে ওই আলওথাইবি আগ্রহী ছিলেন। গত বুধবার (১১ জুন) স্ত্রীকে নিয়ে তিনি বাংলাদেশে আসেন। পরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন তাঁরা। সেখান থেকে আজ কুকরাইল এলাকায় সুমনের বাড়ি যান। আগামী রোববার (১৫ জুন) তাঁরা সৌদি আরবে ফিরে যাবেন।
সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি জানান, তিনি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তা-ও আবার স্ত্রীকে নিয়ে। এখানকার মানুষের অ্যাপায়নে তাঁরা মুগ্ধ। তাঁদের অনেক ভালো লেগেছে। তাই আবার বাংলাদেশে ঘুরতে আসবেন বলে জানান।
সৌদিপ্রবাসী সুমন মিয়া বলেন, ভালো সম্পর্ক ও বন্ধুত্ব থাকার কারণে এত দূর থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তাঁর সৌদির বন্ধু।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে