টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একটি ঐতিহাসিক স্থান। এখানেই ১৯২০ সালের ১৭ মার্চ জন্ম গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির ঠিক পেছনে রয়েছে বাঘিয়ার খাল। ওই খালের পাড়ে একটি হিজলগাছকে ঘিরে বাঁধানো রয়েছে ঘাট। যেই ঘাটে শৈশবে গোসল করতেন বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যরা। জাতির পিতার স্মৃতিবিজড়িত ওই ঘাটটি ‘হিজলতলা ঘাট’ হিসেবে চিহ্নিত করা আছে।
হিজলগাছটি কত প্রাচীন, তা ঠাওর করতে পারেন না স্থানীয় প্রবীণেরাও। তবে এ বিষয়ে সবাই বলছেন, গাছটি টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের গোড়াপত্তনের আগে থেকেই সগর্বে দাঁড়িয়ে আছে।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলায় বঙ্গবন্ধুকে তাঁর মা-বাবা আদর করে খোকা বলে ডাকতেন। সেই ‘খোকা’ অন্য সমবয়সীদের তুলনায় দুরন্তপনায় ছিলেন অনন্য। তাঁর দুরন্তপনায় কাছে হার মেনে যেত খালের স্রোতও। ছোটবেলায় সমবয়সীদের নিয়ে বাড়ির পেছন দিয়ে বয়ে যাওয়া বাঘিয়ার খালে গোসল করতেন বঙ্গবন্ধু। আর ওই হিজলগাছটি থেকে দল বেঁধে বঙ্গবন্ধু ও তাঁর বন্ধুরা বাঘিয়ার খালে লাফিয়ে পড়তেন।
প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি বাঘিয়ার নদী ও মধুমতী নদীর সংযোগ স্থাপন করেছে। বড় হয়ে রাজনৈতিক জীবনের ব্যস্ততার মাঝে টুঙ্গিপাড়া আসলেও ওই ঘাট থেকেই নৌকায় বের হতেন বঙ্গবন্ধু। এলাকার মানুষ ও বন্ধুদের নিয়ে সময় কাটাতেন সেই হিজলগাছের নিচে। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাঁর স্মৃতিবিজড়িত সেই হিজলগাছ। শুধু বঙ্গবন্ধুই নয়, তাঁর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাও গোসল করতেন এই খালে।
সরেজমিন দেখা যায়, বর্তমানে লাল টাইলসে মোড়ানো ঘাটটির চারপাশে থাকা লেক দিয়ে স্থানীয় জনগণ চলাচলের ব্যবস্থা রয়েছে। ছোট হলেও বেশ পরিপাটি করে রাখা হয়েছে খালের দুই পাশ। দুই পাড় সবুজে ভরা। ইটের তৈরি ব্লক দিয়ে বাঁধানো হয়েছে খালের উভয় পাড়। বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে শানবাঁধানো ঘাট করা হয়েছে। সেই ঘাটে বর্তমানে এলাকার জনসাধারণ গোসল করেন।
ঘাটের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের গাছ। আর সেই হিজলগাছটি এখনো সগর্বে দাঁড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিকথার সাক্ষী হয়ে। ঘাটপাড়ে লেখা, ‘এই তো সেই হিজলতলা, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বাল্যকালে গোসল করতেন।’
আজ বঙ্গবন্ধু নেই, আছে তাঁর সেই প্রিয় ঘাট, আছে সেই হিজলগাছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখতে টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে খালপাড় ও হিজল গাছের চারপাশ বাঁধাই করা হয়েছে। প্রতিদিনই জাতির পিতার স্মৃতিবিজড়িত হিজলতলাসহ খালটির পরিদর্শনে আসেন শত শত বঙ্গবন্ধুপ্রেমী। সারা দিন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে অনুভব করেন বঙ্গবন্ধুর ছেলেবেলা।
বাগেরহাট থেকে আগত দোলা বিশ্বাস নামের শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা দেখিনি, শুধু বইতেই পড়েছি তাঁর কথা। পড়েছি টুঙ্গিপাড়ায় তাঁর অনেক স্মৃতি রয়ে গেছে। এখানে এসে বঙ্গবন্ধুর বাড়ি, ছেলেবেলার খেলার মাঠ, বঙ্গবন্ধুর প্রিয় বালিশা আমগাছ, হিজলতলাসহ বিভিন্ন স্মৃতিবিজড়িত জায়গাগুলো ঘুরে দেখেছি। যতই দেখেছি, ততই বাল্যকালের একটা অন্য রকম অনুভূতি উপলব্ধি করেছি।’
টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই ভীষণ দুরন্ত ছিলেন। সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বাঘিয়ার খালে গোসল করতেন। সেখানে দাঁড়িয়ে থাকা হিজলগাছ থেকে খালে লাফালাফি করতেন। বঙ্গবন্ধু স্মৃতি ধরে রাখতে হিজলগাছের চারপাশ বাঁধাই করে সংরক্ষণ করা হয়েছে। যাতে বঙ্গবন্ধুপ্রেমীরা তাঁর ছোটবেলার স্মৃতি উপলব্ধি করতে পারেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একটি ঐতিহাসিক স্থান। এখানেই ১৯২০ সালের ১৭ মার্চ জন্ম গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির ঠিক পেছনে রয়েছে বাঘিয়ার খাল। ওই খালের পাড়ে একটি হিজলগাছকে ঘিরে বাঁধানো রয়েছে ঘাট। যেই ঘাটে শৈশবে গোসল করতেন বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যরা। জাতির পিতার স্মৃতিবিজড়িত ওই ঘাটটি ‘হিজলতলা ঘাট’ হিসেবে চিহ্নিত করা আছে।
হিজলগাছটি কত প্রাচীন, তা ঠাওর করতে পারেন না স্থানীয় প্রবীণেরাও। তবে এ বিষয়ে সবাই বলছেন, গাছটি টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের গোড়াপত্তনের আগে থেকেই সগর্বে দাঁড়িয়ে আছে।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলায় বঙ্গবন্ধুকে তাঁর মা-বাবা আদর করে খোকা বলে ডাকতেন। সেই ‘খোকা’ অন্য সমবয়সীদের তুলনায় দুরন্তপনায় ছিলেন অনন্য। তাঁর দুরন্তপনায় কাছে হার মেনে যেত খালের স্রোতও। ছোটবেলায় সমবয়সীদের নিয়ে বাড়ির পেছন দিয়ে বয়ে যাওয়া বাঘিয়ার খালে গোসল করতেন বঙ্গবন্ধু। আর ওই হিজলগাছটি থেকে দল বেঁধে বঙ্গবন্ধু ও তাঁর বন্ধুরা বাঘিয়ার খালে লাফিয়ে পড়তেন।
প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি বাঘিয়ার নদী ও মধুমতী নদীর সংযোগ স্থাপন করেছে। বড় হয়ে রাজনৈতিক জীবনের ব্যস্ততার মাঝে টুঙ্গিপাড়া আসলেও ওই ঘাট থেকেই নৌকায় বের হতেন বঙ্গবন্ধু। এলাকার মানুষ ও বন্ধুদের নিয়ে সময় কাটাতেন সেই হিজলগাছের নিচে। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাঁর স্মৃতিবিজড়িত সেই হিজলগাছ। শুধু বঙ্গবন্ধুই নয়, তাঁর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাও গোসল করতেন এই খালে।
সরেজমিন দেখা যায়, বর্তমানে লাল টাইলসে মোড়ানো ঘাটটির চারপাশে থাকা লেক দিয়ে স্থানীয় জনগণ চলাচলের ব্যবস্থা রয়েছে। ছোট হলেও বেশ পরিপাটি করে রাখা হয়েছে খালের দুই পাশ। দুই পাড় সবুজে ভরা। ইটের তৈরি ব্লক দিয়ে বাঁধানো হয়েছে খালের উভয় পাড়। বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে শানবাঁধানো ঘাট করা হয়েছে। সেই ঘাটে বর্তমানে এলাকার জনসাধারণ গোসল করেন।
ঘাটের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের গাছ। আর সেই হিজলগাছটি এখনো সগর্বে দাঁড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিকথার সাক্ষী হয়ে। ঘাটপাড়ে লেখা, ‘এই তো সেই হিজলতলা, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বাল্যকালে গোসল করতেন।’
আজ বঙ্গবন্ধু নেই, আছে তাঁর সেই প্রিয় ঘাট, আছে সেই হিজলগাছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখতে টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে খালপাড় ও হিজল গাছের চারপাশ বাঁধাই করা হয়েছে। প্রতিদিনই জাতির পিতার স্মৃতিবিজড়িত হিজলতলাসহ খালটির পরিদর্শনে আসেন শত শত বঙ্গবন্ধুপ্রেমী। সারা দিন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে অনুভব করেন বঙ্গবন্ধুর ছেলেবেলা।
বাগেরহাট থেকে আগত দোলা বিশ্বাস নামের শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা দেখিনি, শুধু বইতেই পড়েছি তাঁর কথা। পড়েছি টুঙ্গিপাড়ায় তাঁর অনেক স্মৃতি রয়ে গেছে। এখানে এসে বঙ্গবন্ধুর বাড়ি, ছেলেবেলার খেলার মাঠ, বঙ্গবন্ধুর প্রিয় বালিশা আমগাছ, হিজলতলাসহ বিভিন্ন স্মৃতিবিজড়িত জায়গাগুলো ঘুরে দেখেছি। যতই দেখেছি, ততই বাল্যকালের একটা অন্য রকম অনুভূতি উপলব্ধি করেছি।’
টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই ভীষণ দুরন্ত ছিলেন। সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বাঘিয়ার খালে গোসল করতেন। সেখানে দাঁড়িয়ে থাকা হিজলগাছ থেকে খালে লাফালাফি করতেন। বঙ্গবন্ধু স্মৃতি ধরে রাখতে হিজলগাছের চারপাশ বাঁধাই করে সংরক্ষণ করা হয়েছে। যাতে বঙ্গবন্ধুপ্রেমীরা তাঁর ছোটবেলার স্মৃতি উপলব্ধি করতে পারেন।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
৭ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে