
ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নানির কাছে থাকত সে। গত ২৫ জুন সকালে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এদিন রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন। এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় জিডি করা হয়। এদিকে নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন।
নিখোঁজ মাদ্রাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল।
মোরসালিনের মা ইতি বেগম বলেন, ‘প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। কিন্তু সকাল গড়িয়ে রাত আসে আর আমার মোরসালিন আসে না। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখন বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।’
গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জিডি করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগিয়েছি। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাব।’

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে