মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নানির কাছে থাকত সে। গত ২৫ জুন সকালে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এদিন রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন। এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় জিডি করা হয়। এদিকে নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন।
নিখোঁজ মাদ্রাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল।
মোরসালিনের মা ইতি বেগম বলেন, ‘প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। কিন্তু সকাল গড়িয়ে রাত আসে আর আমার মোরসালিন আসে না। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখন বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।’
গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জিডি করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগিয়েছি। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাব।’

ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নানির কাছে থাকত সে। গত ২৫ জুন সকালে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এদিন রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন। এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় জিডি করা হয়। এদিকে নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন।
নিখোঁজ মাদ্রাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল।
মোরসালিনের মা ইতি বেগম বলেন, ‘প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। কিন্তু সকাল গড়িয়ে রাত আসে আর আমার মোরসালিন আসে না। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখন বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।’
গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জিডি করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগিয়েছি। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাব।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৬ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে