মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নানির কাছে থাকত সে। গত ২৫ জুন সকালে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এদিন রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন। এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় জিডি করা হয়। এদিকে নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন।
নিখোঁজ মাদ্রাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল।
মোরসালিনের মা ইতি বেগম বলেন, ‘প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। কিন্তু সকাল গড়িয়ে রাত আসে আর আমার মোরসালিন আসে না। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখন বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।’
গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জিডি করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগিয়েছি। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাব।’

ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নানির কাছে থাকত সে। গত ২৫ জুন সকালে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এদিন রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন। এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় জিডি করা হয়। এদিকে নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন।
নিখোঁজ মাদ্রাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল।
মোরসালিনের মা ইতি বেগম বলেন, ‘প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। কিন্তু সকাল গড়িয়ে রাত আসে আর আমার মোরসালিন আসে না। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখন বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।’
গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জিডি করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগিয়েছি। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাব।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩৬ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে