মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে আগাম জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমন-২০২৩ মৌসুমে হেড টু হেড প্রদর্শনীর ব্রি-৭৫ ও বিনা ৭ ও ১৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) অর্থায়নে ও বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) বাস্তবায়নে স্বল্প মেয়াদি উফশী (উচ্চ ফলনশীল) জাতের ব্রি-৭৫, বিনা-৭, বিনা-১৬, বিনা-১৭ ও বিনা-২২ জাতের ধানের আবাদ করা হয়।
মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছরদিয়া মাঠে মো. নাছিরুজ্জামান লিটনের জমিতে রোপণ করা পাকা ধান কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। এ সময় এসডিসির মাঠ সমন্বয়কারী দিবাকর মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চাষি ইমরাত শেখ, টিপু জেয়াদ্দার ও বাবু মীর উপস্থিত ছিলেন।
কাটা ধান মাড়াই শেষে দেখা যায়, হেক্টর প্রতি ব্রি-৭৫ জাত ৫ দশমিক ২৩ মেট্রিকটন, বিনা-৭ জাত ৪ দশমিক ৮৯ এবং বিনা-১৬ জাত ৪ দশমিক ৫২ মেট্রিকটন ফলন হয়েছে।
ধানচাষি নাছিরুজ্জামান লিটন বলেন, রোপণ করা পাঁচটি জাতের ধান সবই ভালো। তবে বিনা-১৭ এবং বিনা-২২ জাতের ধানে বেশি ফলন হওয়ায় চাষিরা জাতগুলো বেশি পছন্দ করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, রোপণ করা স্বল্প মেয়াদি উফশী জাতের ধানগুলো যথাযথভাবে চাষ করলে খুব অল্প সময়ে ঘরে তোলা যায় এবং ফলনও ভালো। রোগ বালাই অপেক্ষাকৃত কম। আগাম জাতের ধান হওয়ায় জমি থেকে দ্রুত কেটে অন্য রবি ফসল বপন করা যায়।

ফরিদপুরের মধুখালীতে আগাম জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমন-২০২৩ মৌসুমে হেড টু হেড প্রদর্শনীর ব্রি-৭৫ ও বিনা ৭ ও ১৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) অর্থায়নে ও বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) বাস্তবায়নে স্বল্প মেয়াদি উফশী (উচ্চ ফলনশীল) জাতের ব্রি-৭৫, বিনা-৭, বিনা-১৬, বিনা-১৭ ও বিনা-২২ জাতের ধানের আবাদ করা হয়।
মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছরদিয়া মাঠে মো. নাছিরুজ্জামান লিটনের জমিতে রোপণ করা পাকা ধান কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। এ সময় এসডিসির মাঠ সমন্বয়কারী দিবাকর মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চাষি ইমরাত শেখ, টিপু জেয়াদ্দার ও বাবু মীর উপস্থিত ছিলেন।
কাটা ধান মাড়াই শেষে দেখা যায়, হেক্টর প্রতি ব্রি-৭৫ জাত ৫ দশমিক ২৩ মেট্রিকটন, বিনা-৭ জাত ৪ দশমিক ৮৯ এবং বিনা-১৬ জাত ৪ দশমিক ৫২ মেট্রিকটন ফলন হয়েছে।
ধানচাষি নাছিরুজ্জামান লিটন বলেন, রোপণ করা পাঁচটি জাতের ধান সবই ভালো। তবে বিনা-১৭ এবং বিনা-২২ জাতের ধানে বেশি ফলন হওয়ায় চাষিরা জাতগুলো বেশি পছন্দ করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, রোপণ করা স্বল্প মেয়াদি উফশী জাতের ধানগুলো যথাযথভাবে চাষ করলে খুব অল্প সময়ে ঘরে তোলা যায় এবং ফলনও ভালো। রোগ বালাই অপেক্ষাকৃত কম। আগাম জাতের ধান হওয়ায় জমি থেকে দ্রুত কেটে অন্য রবি ফসল বপন করা যায়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে