জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে