জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে