প্রতিনিধি, উত্তরা (ঢাকা)

দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বেশ কিছু দিন ধরে মৃত্যু দুই শর আশপাশেই থাকছে। আজ গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের পর ১৪ দিনের জন্য কঠোরতম বিধিনিষেধ দিয়েছে সরকার। রাজধানীসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। চলছে ভ্রাম্যমাণ আদালত।
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। শহরের কর্মস্থল ছেড়ে গ্রামের চলে যাচ্ছে অনেকে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে রুটি রুজির প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় কথা হয় ময়মনসিংহগামী মো. আবুবক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, তিন দিন ধরে না খেয়ে মহাখালীর বাসায় ছিলাম। এক মাস হলো চাকরি নাই। আর পারছি না। তাই সকাল ১১টার দিকে মহাখালী থেকে পায়ে হেঁটে গ্রামের যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাড়িতে না গেলে আমাকে কে খাওয়াবে!
যানবাহন বন্ধ থাকার কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের তাঁরা পড়েছেন বিপাকে। মোটরসাইকেলে করে অসুস্থ পিতাকে নিয়ে আবদুল্লাহপুরে এসেছেন সিরাজ। তিনি বলেন, সিএমএইচে বাবাকে ডায়ালাইসিস করে গাজীপুরের পোড়াবাড়িতে যাচ্ছি। কোনো গাড়ি না পাওয়ায় মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছি।’
দক্ষিণখান থেকে একই মোটরসাইকেলে তিনজন নিয়ে এসেছেন নাজমুল। তিনি বলেন, গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালিতে দাদি মারা গেছেন। কোনো গাড়ি নাই। তাই আমরা মোটরসাইকেলে করেই গ্রামে যাচ্ছি।
গলায় সবুজ বাংলা টিভির কার্ড, মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে পাঠাও চালাচ্ছেন রাজু আহমেদ। আবদুল্লাহপুরে যাত্রী তোলার সময় পুলিশ তাঁকে আটক করে। তখন তিনি আজকের পত্রিকাকে বলেন, আমি সবুজ, বাংলা টিভির চিফ রিপোর্টার। মাঝে মাঝে পাঠাও চালাই। তাই মোটরসাইকেলে যাত্রী তুলেছিলাম।
রাজধানীর আজমপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট এম আব্দুল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য দিনের তুলায় আজকে গাড়ির চাপ একটু বেশি। এসব যাত্রীদের বেশির ভাগ চিকিৎসা সেবায় নিয়োজিত অথবা চিকিৎসার জন্য বের হয়েছেন। এ ছাড়া বিদেশগামী যাত্রীও রয়েছেন। তবে যারা ঘুরতে ও বাজার করতে বের হচ্ছে তাদের মামলা দিচ্ছি।’

দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বেশ কিছু দিন ধরে মৃত্যু দুই শর আশপাশেই থাকছে। আজ গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের পর ১৪ দিনের জন্য কঠোরতম বিধিনিষেধ দিয়েছে সরকার। রাজধানীসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। চলছে ভ্রাম্যমাণ আদালত।
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। শহরের কর্মস্থল ছেড়ে গ্রামের চলে যাচ্ছে অনেকে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে রুটি রুজির প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় কথা হয় ময়মনসিংহগামী মো. আবুবক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, তিন দিন ধরে না খেয়ে মহাখালীর বাসায় ছিলাম। এক মাস হলো চাকরি নাই। আর পারছি না। তাই সকাল ১১টার দিকে মহাখালী থেকে পায়ে হেঁটে গ্রামের যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাড়িতে না গেলে আমাকে কে খাওয়াবে!
যানবাহন বন্ধ থাকার কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের তাঁরা পড়েছেন বিপাকে। মোটরসাইকেলে করে অসুস্থ পিতাকে নিয়ে আবদুল্লাহপুরে এসেছেন সিরাজ। তিনি বলেন, সিএমএইচে বাবাকে ডায়ালাইসিস করে গাজীপুরের পোড়াবাড়িতে যাচ্ছি। কোনো গাড়ি না পাওয়ায় মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছি।’
দক্ষিণখান থেকে একই মোটরসাইকেলে তিনজন নিয়ে এসেছেন নাজমুল। তিনি বলেন, গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালিতে দাদি মারা গেছেন। কোনো গাড়ি নাই। তাই আমরা মোটরসাইকেলে করেই গ্রামে যাচ্ছি।
গলায় সবুজ বাংলা টিভির কার্ড, মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে পাঠাও চালাচ্ছেন রাজু আহমেদ। আবদুল্লাহপুরে যাত্রী তোলার সময় পুলিশ তাঁকে আটক করে। তখন তিনি আজকের পত্রিকাকে বলেন, আমি সবুজ, বাংলা টিভির চিফ রিপোর্টার। মাঝে মাঝে পাঠাও চালাই। তাই মোটরসাইকেলে যাত্রী তুলেছিলাম।
রাজধানীর আজমপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট এম আব্দুল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য দিনের তুলায় আজকে গাড়ির চাপ একটু বেশি। এসব যাত্রীদের বেশির ভাগ চিকিৎসা সেবায় নিয়োজিত অথবা চিকিৎসার জন্য বের হয়েছেন। এ ছাড়া বিদেশগামী যাত্রীও রয়েছেন। তবে যারা ঘুরতে ও বাজার করতে বের হচ্ছে তাদের মামলা দিচ্ছি।’

দীপু-মালেক জুটির পতনের মূল কারণ আস্থার সংকট ও আর্থিক অসংগতি। দীর্ঘদিন নিজেদের হাতে ব্যবসা পরিচালনার পর দায়িত্ব দিয়েছেন কর্মকর্তাদের হাতে। কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে লেনদেন পরিচালনার সময় অনিয়ম ও অননুমোদিত লেনদেনের অভিযোগ ওঠে, যা পারস্পরিক সন্দেহের জন্ম দেয়।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
৩৯ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে