দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

বিএনপি নেতার সঙ্গে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতার কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে নিজ দলের বিরুদ্ধেই আওয়ামী লীগ নেতাকে বিষোদ্গার করতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে বিএনপিকে শক্ত বিরোধী দল হিসেবে সক্রিয় হওয়ারও তাগিদ দেন তিনি।
কথোপকথনটি দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে ফেসবুকে ফাঁস হওয়া ওই কথোপকথনের রেকর্ডে রোশন আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে, সব রাজাকারের বাচ্চা। কী করবেন, যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। আপনারা বিরোধী দল (বিএনপি) শক্ত না, মামলা-হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন, তাহলে তো অপকর্ম হবেই। যা ইচ্ছা তাই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বিরোধী দল।’
দেবীদ্বারে বিএনপিকে সক্রিয় হয়ে উঠতে প্রেরণা দিতে তিনি বলেন, ‘আপনারা দেবীদ্বারে কই? কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে? মাঠে নেমে মিছিল-মিটিং করেন, আমি আপনাদের সুযোগ করে দেই অসুবিধা কী? আমি মঞ্জু (বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি) ভাইকে বলেছি—দেশে যান, আন্দোলন করেন, তাহলে বুঝব আপনারা রাজনীতি করেন। আপনারা তো সময় হলে একটু ই করেন, এগুলো করলে হবে না, রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হলে আন্দোলন-সংগ্রাম করতে হবে।’
গতকাল সোমবার মধ্যরাতে দুই দলের দুই নেতার চাঞ্চল্যকর এই কথোপকথনের অডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কীভাবে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। দলের নেতাকর্মীরা অবিলম্বে রোশন আলী মাস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অডিও ফাঁসের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে, পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশিত হলে বাস্তব চিত্রটা উঠে আসত।’ দেবীদ্বারে বিগত উপজেলা নির্বাচনে যারা মুজিবকোট পরে ধানের শীষে ভোট কেটেছে, তিনি মূলত তাঁদের বিরুদ্ধে কথা বলেছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, ‘রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক; ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে খুব কষ্ট পেয়েছি। একজন সিনিয়র নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয়।’

বিএনপি নেতার সঙ্গে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতার কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে নিজ দলের বিরুদ্ধেই আওয়ামী লীগ নেতাকে বিষোদ্গার করতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে বিএনপিকে শক্ত বিরোধী দল হিসেবে সক্রিয় হওয়ারও তাগিদ দেন তিনি।
কথোপকথনটি দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে ফেসবুকে ফাঁস হওয়া ওই কথোপকথনের রেকর্ডে রোশন আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে, সব রাজাকারের বাচ্চা। কী করবেন, যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। আপনারা বিরোধী দল (বিএনপি) শক্ত না, মামলা-হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন, তাহলে তো অপকর্ম হবেই। যা ইচ্ছা তাই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বিরোধী দল।’
দেবীদ্বারে বিএনপিকে সক্রিয় হয়ে উঠতে প্রেরণা দিতে তিনি বলেন, ‘আপনারা দেবীদ্বারে কই? কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে? মাঠে নেমে মিছিল-মিটিং করেন, আমি আপনাদের সুযোগ করে দেই অসুবিধা কী? আমি মঞ্জু (বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি) ভাইকে বলেছি—দেশে যান, আন্দোলন করেন, তাহলে বুঝব আপনারা রাজনীতি করেন। আপনারা তো সময় হলে একটু ই করেন, এগুলো করলে হবে না, রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হলে আন্দোলন-সংগ্রাম করতে হবে।’
গতকাল সোমবার মধ্যরাতে দুই দলের দুই নেতার চাঞ্চল্যকর এই কথোপকথনের অডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কীভাবে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। দলের নেতাকর্মীরা অবিলম্বে রোশন আলী মাস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অডিও ফাঁসের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে, পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশিত হলে বাস্তব চিত্রটা উঠে আসত।’ দেবীদ্বারে বিগত উপজেলা নির্বাচনে যারা মুজিবকোট পরে ধানের শীষে ভোট কেটেছে, তিনি মূলত তাঁদের বিরুদ্ধে কথা বলেছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, ‘রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক; ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে খুব কষ্ট পেয়েছি। একজন সিনিয়র নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয়।’

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে