দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি–রায়পুরে বাসের চাপায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। চালকসহ আহত আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের দ্রুতগামী একটি বাস রায়পুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মালিখিল থেকে ফিডার রোড দিয়ে আসা একটি ইজিবাইক মহাসড়কে উঠছিল। কিন্তু দুটি যানবাহনের সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে–মুচড়ে যায়।
এ সময় ইজিবাইকে থাকা জ্যোৎস্না বেগম (৫২) নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক যাত্রী মালিখিল গ্রামের বিল্লাল হোসেনর ছেলে ইয়াকুব আলী (৩০)। আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইকের চালক মাজারুল ইসলাম এবং নিহত জ্যোৎস্না বেগমের নাতনি নুসরাত জাহান (৭) কে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নিহত জ্যোৎস্না বেগম দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী। সে তাঁর নাতনি নুসরাতকে নিয়ে তিতাস উপজেলার আসমানিয়া নুসরাতের নানির বাড়ি যাচ্ছিলেন বলে তার স্বজনরা জানান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, মহাসড়কের রায়পুর এলাকায় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হয়। এ ঘটনায় শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। যাত্রীসহ একটি ইজিবাইক ফিডার রোড থেকে নিয়ে মহাসড়কে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি–রায়পুরে বাসের চাপায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। চালকসহ আহত আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের দ্রুতগামী একটি বাস রায়পুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মালিখিল থেকে ফিডার রোড দিয়ে আসা একটি ইজিবাইক মহাসড়কে উঠছিল। কিন্তু দুটি যানবাহনের সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে–মুচড়ে যায়।
এ সময় ইজিবাইকে থাকা জ্যোৎস্না বেগম (৫২) নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক যাত্রী মালিখিল গ্রামের বিল্লাল হোসেনর ছেলে ইয়াকুব আলী (৩০)। আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইকের চালক মাজারুল ইসলাম এবং নিহত জ্যোৎস্না বেগমের নাতনি নুসরাত জাহান (৭) কে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নিহত জ্যোৎস্না বেগম দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী। সে তাঁর নাতনি নুসরাতকে নিয়ে তিতাস উপজেলার আসমানিয়া নুসরাতের নানির বাড়ি যাচ্ছিলেন বলে তার স্বজনরা জানান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, মহাসড়কের রায়পুর এলাকায় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হয়। এ ঘটনায় শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। যাত্রীসহ একটি ইজিবাইক ফিডার রোড থেকে নিয়ে মহাসড়কে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
২ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে