কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছে একটি চক্র।’
আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।
জামায়াতের এই নায়েবে আমির, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ এ দেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এ দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি, সেই ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারও কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ।
ডা. মুহাম্মদ তাহের বলেন, ‘একাত্তর সাল থেকে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।’
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী।

আরও বক্তব্য দেন মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব ও মাওলানা মাকসুদুল আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছে একটি চক্র।’
আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।
জামায়াতের এই নায়েবে আমির, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ এ দেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এ দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি, সেই ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারও কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ।
ডা. মুহাম্মদ তাহের বলেন, ‘একাত্তর সাল থেকে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।’
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী।

আরও বক্তব্য দেন মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব ও মাওলানা মাকসুদুল আলম।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে