কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই।
আজ শনিবার সদর দক্ষিণের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘দলের অস্তিত্ব, বিভাজন ও নেতা-কর্মীদের রক্ষার্থে এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এমপির মানসম্মান রক্ষা করার স্বার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেন। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। এ ঘোষণার পর থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাই বাবলু ও কুমিল্লা মহানগরের কিছু নেতা-কর্মী সদর দক্ষিণ উপজেলায় মহড়া দেন। মোবাইল ফোন ও সভা সমাবেশে হুমকি-ধমকি প্রদান করা হয়।
‘তারা বলে দক্ষিণের কোনো নেতা-কর্মী শহরে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে সেবা নিতে পারবে না। পা কেটে হাতে ধরিয়ে দেবে।
‘এ ছাড়া আমাদের আসনের এমপি আ হ ম মুস্তফা কামালকে অপমানজনক কথাবার্তা বলে। তারা নির্বাচনে পেশিশক্তি প্রয়োগ করতে চায়। এ বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
জানা গেছে, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়নে ৫৫ কেন্দ্র। মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯০৬ জন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই।
আজ শনিবার সদর দক্ষিণের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘দলের অস্তিত্ব, বিভাজন ও নেতা-কর্মীদের রক্ষার্থে এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এমপির মানসম্মান রক্ষা করার স্বার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেন। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। এ ঘোষণার পর থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাই বাবলু ও কুমিল্লা মহানগরের কিছু নেতা-কর্মী সদর দক্ষিণ উপজেলায় মহড়া দেন। মোবাইল ফোন ও সভা সমাবেশে হুমকি-ধমকি প্রদান করা হয়।
‘তারা বলে দক্ষিণের কোনো নেতা-কর্মী শহরে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে সেবা নিতে পারবে না। পা কেটে হাতে ধরিয়ে দেবে।
‘এ ছাড়া আমাদের আসনের এমপি আ হ ম মুস্তফা কামালকে অপমানজনক কথাবার্তা বলে। তারা নির্বাচনে পেশিশক্তি প্রয়োগ করতে চায়। এ বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
জানা গেছে, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়নে ৫৫ কেন্দ্র। মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯০৬ জন।

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১৭ মিনিট আগে
ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে