দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়ায় স্বামীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গতকাল বুধবার থানায় অভিযোগ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়।
অগ্নিদগ্ধ সাদিয়া উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে। তাঁর স্বামী আসাদ সরকার স্থানীয় গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। সাদিয়া আক্তার বর্তমানে ঢাকা শেখ হাসিনা হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ অক্টোবরে ভুক্তভোগী সাদিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় অভিযুক্ত আসাদের। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু গত ৫/৬মাস ধরে যৌতুকের টাকার জন্য সাদিয়াকে চাপ দিতে থাকেন আসাদ। বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা না দিলে আগুনে পুড়িয়ে মারবে বলে হুমকিও দেন তিনি। এরপর থেকে যৌতুকের ৫ লাখ টাকার জন্য বিভিন্ন সময়ে সাদিয়ার ওপর নির্যাতন শুরু করেন আসাদ। নির্যাতন সহ্য করেই এত দিন সাদিয়া আসাদের সংসার করছিলেন।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সাদিয়ার একটি ছেলে শিশু জন্ম দেন। কিন্তু কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়। এরপর থেকে সাদিয়াকে ৫ লাখ টাকা যৌতুক দিতে আবারও চাপ প্রয়োগ করেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন। এদিকে সাদিয়ার বাবা অপুল সরকার প্রবাস থেকে বাড়ি ফিরে বর্তমানে বেকার জীবন যাপন করছেন। বেকার বাবার কাছে এত টাকা চাইতে পারবেন না বলে জানিয়ে দেন সাদিয়া। এরপর থেকে তাঁর ওপর বিভিন্ন সময়ে কয়েক দফা নির্যাতন করে স্বামী আসাদ।
এরই ধারাবাহিকতায় গত শনিবার সকাল ৮টার দিকে সাদিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী আসাদ। আগুন দেওয়ার পর প্রতিবেশীদের জানানো হয়- ‘গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ হয়েছে সাদিয়া।’ পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। এত দিন এ খবর কেউ না জানলেও আজ বৃহস্পতিবার সকালে বার্ন ইউনিট থেকে সাদিয়া একটি ভিডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে তোলপাড় শুরু হয়।
হাসপাতাল থেকে ভুক্তভোগী সাদিয়ার ছোট বোন নাদিয়া আক্তার বলেন, ‘আমার বোনকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করেছে আসাদ ও তার পরিবার। তাঁর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। কিছু কিছু অংশ পুড়ে হাড়ে গিয়ে লেগেছে। আপুর অবস্থা সংকটাপন্ন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় বুধবার রাতে কয়েকজনের নামে একটি মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত স্বামী আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়ায় স্বামীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গতকাল বুধবার থানায় অভিযোগ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়।
অগ্নিদগ্ধ সাদিয়া উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে। তাঁর স্বামী আসাদ সরকার স্থানীয় গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। সাদিয়া আক্তার বর্তমানে ঢাকা শেখ হাসিনা হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ অক্টোবরে ভুক্তভোগী সাদিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় অভিযুক্ত আসাদের। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু গত ৫/৬মাস ধরে যৌতুকের টাকার জন্য সাদিয়াকে চাপ দিতে থাকেন আসাদ। বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা না দিলে আগুনে পুড়িয়ে মারবে বলে হুমকিও দেন তিনি। এরপর থেকে যৌতুকের ৫ লাখ টাকার জন্য বিভিন্ন সময়ে সাদিয়ার ওপর নির্যাতন শুরু করেন আসাদ। নির্যাতন সহ্য করেই এত দিন সাদিয়া আসাদের সংসার করছিলেন।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সাদিয়ার একটি ছেলে শিশু জন্ম দেন। কিন্তু কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়। এরপর থেকে সাদিয়াকে ৫ লাখ টাকা যৌতুক দিতে আবারও চাপ প্রয়োগ করেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন। এদিকে সাদিয়ার বাবা অপুল সরকার প্রবাস থেকে বাড়ি ফিরে বর্তমানে বেকার জীবন যাপন করছেন। বেকার বাবার কাছে এত টাকা চাইতে পারবেন না বলে জানিয়ে দেন সাদিয়া। এরপর থেকে তাঁর ওপর বিভিন্ন সময়ে কয়েক দফা নির্যাতন করে স্বামী আসাদ।
এরই ধারাবাহিকতায় গত শনিবার সকাল ৮টার দিকে সাদিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী আসাদ। আগুন দেওয়ার পর প্রতিবেশীদের জানানো হয়- ‘গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ হয়েছে সাদিয়া।’ পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। এত দিন এ খবর কেউ না জানলেও আজ বৃহস্পতিবার সকালে বার্ন ইউনিট থেকে সাদিয়া একটি ভিডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে তোলপাড় শুরু হয়।
হাসপাতাল থেকে ভুক্তভোগী সাদিয়ার ছোট বোন নাদিয়া আক্তার বলেন, ‘আমার বোনকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করেছে আসাদ ও তার পরিবার। তাঁর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। কিছু কিছু অংশ পুড়ে হাড়ে গিয়ে লেগেছে। আপুর অবস্থা সংকটাপন্ন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় বুধবার রাতে কয়েকজনের নামে একটি মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত স্বামী আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১৯ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে