কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নিমসার বাজারে সবজি ব্যবসায়ীদের সব রকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ রোববার সকালে ওই বাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স এই নির্দেশনা দেয়। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও এই বাজারে খাজনা আদায় করা হচ্ছিল।
দেশের অন্যতম বৃহৎ সবজির মোকাম কুমিল্লার নিমসার বাজার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসে সবজি। স্থানীয় কৃষকেরাও এই বাজারকে উপলক্ষ করে মৌসুমি সবজির আবাদ করে থাকেন। রাতভর চলা বাজার শেষ হয় সকালে। ভোর থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি নিয়ে ছোটেন বাজার থেকে।
খুচরা বাজারে সবজির চড়া মূল্য। কিন্তু নিমসার পাইাকারি বাজারে এই দাম প্রায় অর্ধেক। খাজনা, পরিবহন খরচ আর নানারকম চাঁদা দেওয়ার পর মাঠের সবজি কয়েক হাত বদল হয়ে চড়া মূল্যে বিক্রি হয় ভোক্তাদের কাছে। খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দরে মরিচ নিমসার বাজারে বিক্রি হয় ১৪০ টাকায়।
বিক্রেতারা জানান, হাইকোর্ট বাজারের ইজারা বাতিল করলেও প্রতিদিনই খাজনা আদায় চলে এখানে। কেউ কেউ অভিযোগ করেন, অভিযান শেষে টাস্কফোর্স কর্মকর্তারা চলে যাওয়ার পর খাজনা আদায়কারীরা আবারও তৎপর হয়ে ওঠেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, প্রশাসনের কাছে খবর আসে নিমসার পাইকারি সবজি বাজারের ইজারা বন্ধ থাকার পরও অতিরিক্ত হারে খাজনা আদায় করছে একটি চক্র। ফলে অতিরিক্ত খাজনা দেওয়ার পর সবজির দাম অনেক বেড়ে যায়। বিষয়টি তদারকি করতে জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানে গিয়ে মাইকিং করে ব্যবসায়ীদের খাজনা না দিতে বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন আজকের পত্রিকাকে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ রোববার সকালে নিমসার বাজারে অভিযান চালানো হয়। এ সময় কোনোরকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। বাড়তি খাজনার প্রভাবে খুচরা বাজারে দাম বাড়ছে। তাই দাম সহনীয় করতেই এই অভিযান।

কুমিল্লার নিমসার বাজারে সবজি ব্যবসায়ীদের সব রকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ রোববার সকালে ওই বাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স এই নির্দেশনা দেয়। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও এই বাজারে খাজনা আদায় করা হচ্ছিল।
দেশের অন্যতম বৃহৎ সবজির মোকাম কুমিল্লার নিমসার বাজার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসে সবজি। স্থানীয় কৃষকেরাও এই বাজারকে উপলক্ষ করে মৌসুমি সবজির আবাদ করে থাকেন। রাতভর চলা বাজার শেষ হয় সকালে। ভোর থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি নিয়ে ছোটেন বাজার থেকে।
খুচরা বাজারে সবজির চড়া মূল্য। কিন্তু নিমসার পাইাকারি বাজারে এই দাম প্রায় অর্ধেক। খাজনা, পরিবহন খরচ আর নানারকম চাঁদা দেওয়ার পর মাঠের সবজি কয়েক হাত বদল হয়ে চড়া মূল্যে বিক্রি হয় ভোক্তাদের কাছে। খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দরে মরিচ নিমসার বাজারে বিক্রি হয় ১৪০ টাকায়।
বিক্রেতারা জানান, হাইকোর্ট বাজারের ইজারা বাতিল করলেও প্রতিদিনই খাজনা আদায় চলে এখানে। কেউ কেউ অভিযোগ করেন, অভিযান শেষে টাস্কফোর্স কর্মকর্তারা চলে যাওয়ার পর খাজনা আদায়কারীরা আবারও তৎপর হয়ে ওঠেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, প্রশাসনের কাছে খবর আসে নিমসার পাইকারি সবজি বাজারের ইজারা বন্ধ থাকার পরও অতিরিক্ত হারে খাজনা আদায় করছে একটি চক্র। ফলে অতিরিক্ত খাজনা দেওয়ার পর সবজির দাম অনেক বেড়ে যায়। বিষয়টি তদারকি করতে জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানে গিয়ে মাইকিং করে ব্যবসায়ীদের খাজনা না দিতে বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন আজকের পত্রিকাকে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ রোববার সকালে নিমসার বাজারে অভিযান চালানো হয়। এ সময় কোনোরকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। বাড়তি খাজনার প্রভাবে খুচরা বাজারে দাম বাড়ছে। তাই দাম সহনীয় করতেই এই অভিযান।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৪০ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৪২ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে