কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম (৮) বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। বিল্লাল (৭) একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ষাট কলোনী এলাকার জমি থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয় দেখিয়ে ফসল ফলাতে বাধা দেন। এর বিনিময়ে তাদের জোর করে কিছু টাকা দিয়ে মাটি তুলে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করে। এই মাটি জমি থেকে মাটি নেওয়ার ফলে গর্তে বর্ষার পানি জমে জলাশয় হয়ে যায়। জলাশয়ে ডুবেই ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যুবরাজ বলেন, ‘আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যাঁরা এই ফসলি জমি কেটে জলাশয় বানিয়েছে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।’
মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাঁদের কারণে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করা হোক।
বিজয়পুর ইউপি চেয়ারম্যান পারভেজ জানান, শিশু ২টি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাঁদের ব্রিকফিল্ডে মাটি নেওয়ায় ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিল এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট হলে এমন দুর্ঘটনা ঘটতো না।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম (৮) বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। বিল্লাল (৭) একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ষাট কলোনী এলাকার জমি থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয় দেখিয়ে ফসল ফলাতে বাধা দেন। এর বিনিময়ে তাদের জোর করে কিছু টাকা দিয়ে মাটি তুলে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করে। এই মাটি জমি থেকে মাটি নেওয়ার ফলে গর্তে বর্ষার পানি জমে জলাশয় হয়ে যায়। জলাশয়ে ডুবেই ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যুবরাজ বলেন, ‘আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যাঁরা এই ফসলি জমি কেটে জলাশয় বানিয়েছে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।’
মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাঁদের কারণে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করা হোক।
বিজয়পুর ইউপি চেয়ারম্যান পারভেজ জানান, শিশু ২টি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাঁদের ব্রিকফিল্ডে মাটি নেওয়ায় ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিল এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট হলে এমন দুর্ঘটনা ঘটতো না।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে