কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আজ সোমবার থানায় মামলা হয়েছে। এই ঘটনায় এক অটোচালককে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ও মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ধর্ষণের বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা নিতে চান্দিনা থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অটোচালক ছাড়াও ধর্ষণ মামলার অন্য আসামিরা হলেন মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি মো. রুবেল ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরেকজনকে।
মামলা থেকে জানা গেছে, চান্দিনার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী গত শনিবার মায়ের নেওয়া ঋণের কিস্তির টাকা দিয়ে গ্রেপ্তার কিশোরের অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় মহিচাইল সিংহবাড়ি এলাকা অতিক্রম করার পর মহিচাইল গ্রামের ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ইউসুফসহ তিনজন অটোরিকশায় উঠে ছাত্রীর চোখ বেঁধে তুলাপুকুরিয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে একটি ঘরে নিয়ে হাত, পা ও চোখ বেঁধে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
মাদ্রাসাছাত্রী বলে, ‘আমার চোখ বেঁধে রাখায় কয়জন ধর্ষণ করেছে বলতে পারছি না। তবে শুরু থেকে তারা চারজন ছিল। ধর্ষণের পর রাস্তায় নিয়ে চোখ খুলে আমাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে আমার পরিবারকে বিষয়টি জানাই।’
ছাত্রীর মা বলেন, ‘গত শনিবার ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার লোকজন আমাদের বাধ্য করার চেষ্টা করছিল। এই ঘটনায় গতকাল রোববার বিকেলে সালিস বসে। ওই সালিসে টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করতে চাইলে আমরা অস্বীকৃতি জানাই। পরে আজ সোমবার আমরা থানায় লিখিত অভিযোগ দিই।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আজ সকালে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে এক অটোচালককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তিনজনের নামে ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আজ সোমবার থানায় মামলা হয়েছে। এই ঘটনায় এক অটোচালককে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ও মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ধর্ষণের বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা নিতে চান্দিনা থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অটোচালক ছাড়াও ধর্ষণ মামলার অন্য আসামিরা হলেন মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি মো. রুবেল ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরেকজনকে।
মামলা থেকে জানা গেছে, চান্দিনার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী গত শনিবার মায়ের নেওয়া ঋণের কিস্তির টাকা দিয়ে গ্রেপ্তার কিশোরের অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় মহিচাইল সিংহবাড়ি এলাকা অতিক্রম করার পর মহিচাইল গ্রামের ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ইউসুফসহ তিনজন অটোরিকশায় উঠে ছাত্রীর চোখ বেঁধে তুলাপুকুরিয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে একটি ঘরে নিয়ে হাত, পা ও চোখ বেঁধে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
মাদ্রাসাছাত্রী বলে, ‘আমার চোখ বেঁধে রাখায় কয়জন ধর্ষণ করেছে বলতে পারছি না। তবে শুরু থেকে তারা চারজন ছিল। ধর্ষণের পর রাস্তায় নিয়ে চোখ খুলে আমাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে আমার পরিবারকে বিষয়টি জানাই।’
ছাত্রীর মা বলেন, ‘গত শনিবার ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার লোকজন আমাদের বাধ্য করার চেষ্টা করছিল। এই ঘটনায় গতকাল রোববার বিকেলে সালিস বসে। ওই সালিসে টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করতে চাইলে আমরা অস্বীকৃতি জানাই। পরে আজ সোমবার আমরা থানায় লিখিত অভিযোগ দিই।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আজ সকালে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে এক অটোচালককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তিনজনের নামে ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা হয়েছে।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৬ মিনিট আগে