কুমিল্লা প্রতিনিধি

বাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন ভুক্তভোগী দৌলখার গ্রামের মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন।
মুয়াজ্জিন বেলাল হোসেন উপজেলার দোলখার ইউনিয়নের আলী হায়দারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। বেলাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি এসব মামলায় জামিনে রয়েছেন বলে জানান বাদীর আইনজীবী বদিউল আলম।
ভুক্তভোগী মুয়াজ্জিন বলেন, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে নাঙ্গলকোটে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। এ সময় বেলায়েত হোসেন নামের আরও একজনকে সঙ্গে নিয়ে নাঙ্গলকোটের লুধুয়া এলাকায় নিয়ে নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম দুই পুলিশ সদস্যকে পায়ে গুলি করতে বলেন। তাঁরা গুলি করতে রাজি না হলে ওসি নজরুল ইসলাম আমাদের দুজনকে বাম পায়ের হাঁটু বরাবর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। পরে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন এবং তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় এক বছর কারা ভোগ করতে হয়েছে বলে জানান বেলাল হোসেন।
মুয়াজ্জিন বেলাল আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থাকাকালে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকা রেফার করা হলেও ওসি নজরুল ইসলাম তা হতে দেননি। চিকিৎসার অভাবে আমার পা কেটে ফেলতে হয়েছে। আমার বিরুদ্ধে অন্যায় আচরণ ও মিথ্যা মামলা করে যে নির্যাতন চালানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি তৎকালীন ওসি নজরুল ইসলামসহ পুলিশের সাত সদস্য, নাঙ্গলকোট উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও তৎকালীন পৌরসভার মেয়রসহ ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছি। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আশা করছি, ন্যায়বিচার পাব।’
মামলার আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘নির্যাতন ও হেফাজতের মৃত্যু নিবারণ আইন ২০১৩ এই ধারায় মামলাটি করা হয়েছে। আমরা আশা করছি, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে নির্দেশনা প্রদান করবেন।’

বাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন ভুক্তভোগী দৌলখার গ্রামের মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন।
মুয়াজ্জিন বেলাল হোসেন উপজেলার দোলখার ইউনিয়নের আলী হায়দারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। বেলাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি এসব মামলায় জামিনে রয়েছেন বলে জানান বাদীর আইনজীবী বদিউল আলম।
ভুক্তভোগী মুয়াজ্জিন বলেন, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে নাঙ্গলকোটে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। এ সময় বেলায়েত হোসেন নামের আরও একজনকে সঙ্গে নিয়ে নাঙ্গলকোটের লুধুয়া এলাকায় নিয়ে নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম দুই পুলিশ সদস্যকে পায়ে গুলি করতে বলেন। তাঁরা গুলি করতে রাজি না হলে ওসি নজরুল ইসলাম আমাদের দুজনকে বাম পায়ের হাঁটু বরাবর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। পরে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন এবং তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় এক বছর কারা ভোগ করতে হয়েছে বলে জানান বেলাল হোসেন।
মুয়াজ্জিন বেলাল আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থাকাকালে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকা রেফার করা হলেও ওসি নজরুল ইসলাম তা হতে দেননি। চিকিৎসার অভাবে আমার পা কেটে ফেলতে হয়েছে। আমার বিরুদ্ধে অন্যায় আচরণ ও মিথ্যা মামলা করে যে নির্যাতন চালানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি তৎকালীন ওসি নজরুল ইসলামসহ পুলিশের সাত সদস্য, নাঙ্গলকোট উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও তৎকালীন পৌরসভার মেয়রসহ ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছি। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আশা করছি, ন্যায়বিচার পাব।’
মামলার আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘নির্যাতন ও হেফাজতের মৃত্যু নিবারণ আইন ২০১৩ এই ধারায় মামলাটি করা হয়েছে। আমরা আশা করছি, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে নির্দেশনা প্রদান করবেন।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩৬ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে