চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের একটি পশুর হাটে বিশেষ পদ্ধতিতে পশুর ওজন বাড়ানোর সময় ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ানোর সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়। তা ছাড়া পশুর পেটে পানি ঢোকানোর সরঞ্জামসহ ৬৮টি ছাগল জব্দ করা হয়।
এলাকাবাসী জানান, দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় পশুর হাট চৌদ্দগ্রামের মিরশানী বাজার। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতারা এখানে গরু-ছাগল নিয়ে আসেন। প্রতি বুধবার এখানে পশুর হাট বসে। ওই হাটে প্রতারণা সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হলে আজ সকালে হাট বসার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন ক্রেতা সেজে বাজারে হাজির হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বুধবার মিরশানী বাজারের পেছনের নির্জন স্থানে ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ান। এতে ছাগলগুলোর পেটে অতিরিক্ত পানি জমে ওজন বেড়ে যায়। ক্রেতারা পশু পরিপুষ্ট ও সুস্থ মনে করলেও কয়েক দিন পর সেগুলো মারা যায়। তাতে ক্রেতারা ক্ষতির সম্মুখীন হন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এভাবে ছাগলের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। যা প্রাণী সংরক্ষণ আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মিরশানী বাজারে এ ধরনের অনিয়মের বিষয়ে অনেক দিন ধরে অভিযোগ পাচ্ছিলাম। আজ নিজেই ক্রেতা সেজে বাজারে গিয়ে ৯ জনকে হাতেনাতে আটক করি। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

কুমিল্লার চৌদ্দগ্রামের একটি পশুর হাটে বিশেষ পদ্ধতিতে পশুর ওজন বাড়ানোর সময় ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ানোর সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়। তা ছাড়া পশুর পেটে পানি ঢোকানোর সরঞ্জামসহ ৬৮টি ছাগল জব্দ করা হয়।
এলাকাবাসী জানান, দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় পশুর হাট চৌদ্দগ্রামের মিরশানী বাজার। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতারা এখানে গরু-ছাগল নিয়ে আসেন। প্রতি বুধবার এখানে পশুর হাট বসে। ওই হাটে প্রতারণা সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হলে আজ সকালে হাট বসার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন ক্রেতা সেজে বাজারে হাজির হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বুধবার মিরশানী বাজারের পেছনের নির্জন স্থানে ছাগলের মুখে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ান। এতে ছাগলগুলোর পেটে অতিরিক্ত পানি জমে ওজন বেড়ে যায়। ক্রেতারা পশু পরিপুষ্ট ও সুস্থ মনে করলেও কয়েক দিন পর সেগুলো মারা যায়। তাতে ক্রেতারা ক্ষতির সম্মুখীন হন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এভাবে ছাগলের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। যা প্রাণী সংরক্ষণ আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মিরশানী বাজারে এ ধরনের অনিয়মের বিষয়ে অনেক দিন ধরে অভিযোগ পাচ্ছিলাম। আজ নিজেই ক্রেতা সেজে বাজারে গিয়ে ৯ জনকে হাতেনাতে আটক করি। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে