তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে খুললেও খোলেনি তিতাসের ১২টি কিন্ডারগার্টেন স্কুল। শিক্ষক, শিক্ষার্থী ও অর্থসংকটের কারণে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন ও উপজেলা শিক্ষা অফিস। এ ছাড়া যেসব কিন্ডারগার্টেন স্কুল খোলা রয়েছে, তাতে শিক্ষার্থীর উপস্থিতি অর্ধেকেরও কম। শুধু তাই নয়, তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯২টি আর কিন্ডারগার্টেন ৮৮ টি, যার মধ্যে ১২ কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে।
বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেনগুলো হলো—সাতানী ইউনিয়নের বর্ণমালা কিন্ডারগার্টেন, তিতাস কিন্ডারগার্টেন ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন কিন্ডারগার্টেন; জগৎপুর ইউনিয়নের সাগরফেনা বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেন ও তিতাস মাল্টিমিডিয়া স্কুল; বলরামপুর ইউনিয়নের মুনলাইট প্রি-ক্যাডেট স্কুল; কড়িকান্দি ইউনিয়নের বাংলাদেশ মডেল একাডেমি ও বন্দরামপুর মডার্ন স্কুল; জিয়ারকান্দি ইউনিয়নের সিদিপ মডার্ন স্কুল; কলাকান্দি ইউনিয়নের জোহরা খাতুন কিন্ডারগার্টেন; মজিদপুর ইউনিয়নের শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুল এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আইডিয়াল স্কুল।
দড়িকান্দি লতিফ নগর ক্যামব্রেরিয়ান স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, `দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কর্মমুখী হয়ে গেছে। তাই আমাদের স্কুলে উপস্থিতি অর্ধেকেরও কমে নেমে এসেছে। আশা করি নতুন বছরে আগের মতোই শিক্ষার্থীর উপস্থিতি হবে।'
বাংলাদেশ মডেল একাডেমির প্রধান মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কারণে স্কুলটি বন্ধ হয়েছে। আশা করি খুব শিগগির স্কুলটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত হবে।
শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান সাইফুল ইসলাম বলেন, `আমাদের কিছু ঝামেলা ছিল, তাই স্কুল বন্ধ রয়েছে। আলোচনা করা হচ্ছে নতুন বছরে চালু করব।'
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকেরা অন্য জায়গায় কর্মমুখী হয়ে পড়েছেন। ছেলে শিক্ষার্থীরাও বিভিন্ন কাজে লেগে গেছে। আবার অনেকে বিদেশে চলে গেছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অর্থসংকটের কারণে হয়তো ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন, `যে ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে, তা আমরা খুঁজে বের করেছি। প্রতিষ্ঠানের প্রধানেরা আমাদের অবহিত করেনি এবং তাঁদের ফোন করেও পাওয়া যাচ্ছে না। কী কারণে স্কুল বন্ধ করেছে তা-ও জানতে পারছি না।'

দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে খুললেও খোলেনি তিতাসের ১২টি কিন্ডারগার্টেন স্কুল। শিক্ষক, শিক্ষার্থী ও অর্থসংকটের কারণে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন ও উপজেলা শিক্ষা অফিস। এ ছাড়া যেসব কিন্ডারগার্টেন স্কুল খোলা রয়েছে, তাতে শিক্ষার্থীর উপস্থিতি অর্ধেকেরও কম। শুধু তাই নয়, তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯২টি আর কিন্ডারগার্টেন ৮৮ টি, যার মধ্যে ১২ কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে।
বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেনগুলো হলো—সাতানী ইউনিয়নের বর্ণমালা কিন্ডারগার্টেন, তিতাস কিন্ডারগার্টেন ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন কিন্ডারগার্টেন; জগৎপুর ইউনিয়নের সাগরফেনা বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেন ও তিতাস মাল্টিমিডিয়া স্কুল; বলরামপুর ইউনিয়নের মুনলাইট প্রি-ক্যাডেট স্কুল; কড়িকান্দি ইউনিয়নের বাংলাদেশ মডেল একাডেমি ও বন্দরামপুর মডার্ন স্কুল; জিয়ারকান্দি ইউনিয়নের সিদিপ মডার্ন স্কুল; কলাকান্দি ইউনিয়নের জোহরা খাতুন কিন্ডারগার্টেন; মজিদপুর ইউনিয়নের শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুল এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আইডিয়াল স্কুল।
দড়িকান্দি লতিফ নগর ক্যামব্রেরিয়ান স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, `দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কর্মমুখী হয়ে গেছে। তাই আমাদের স্কুলে উপস্থিতি অর্ধেকেরও কমে নেমে এসেছে। আশা করি নতুন বছরে আগের মতোই শিক্ষার্থীর উপস্থিতি হবে।'
বাংলাদেশ মডেল একাডেমির প্রধান মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কারণে স্কুলটি বন্ধ হয়েছে। আশা করি খুব শিগগির স্কুলটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত হবে।
শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান সাইফুল ইসলাম বলেন, `আমাদের কিছু ঝামেলা ছিল, তাই স্কুল বন্ধ রয়েছে। আলোচনা করা হচ্ছে নতুন বছরে চালু করব।'
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকেরা অন্য জায়গায় কর্মমুখী হয়ে পড়েছেন। ছেলে শিক্ষার্থীরাও বিভিন্ন কাজে লেগে গেছে। আবার অনেকে বিদেশে চলে গেছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অর্থসংকটের কারণে হয়তো ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন, `যে ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে, তা আমরা খুঁজে বের করেছি। প্রতিষ্ঠানের প্রধানেরা আমাদের অবহিত করেনি এবং তাঁদের ফোন করেও পাওয়া যাচ্ছে না। কী কারণে স্কুল বন্ধ করেছে তা-ও জানতে পারছি না।'

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে