বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ করা হয়।
এ সময় অভিযোগ করা হয়, উপজেলা যুবদলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদের নেতা-কর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, এত দিন যাঁরা যুবদলের নেতৃত্বে ছিলেন, তাঁদের নামে একাধিক মামলা রয়েছে। ত্যাগী এসব নেতাকে মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাই তাঁরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবু যাহের শিপু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ, কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ প্রমুখ।
এ বিষয়ে সদস্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের বলেন, কোনো সম্মেলন বা আলোচনা ছাড়াই টাকার বিনিময়ে কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এই কমিটি অনুমোদন দেওয়ার কথা থাকলেও জেলা কমিটি এ বিষয়ে কিছুই জানে না। তৃণমূলের নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে দেওয়া কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুড়িচং উপজেলা যুবদলের কমিটির বিষয়ে অবগত নই। সোশ্যাল মিডিয়ায় দেখেছি কমিটি গঠন হয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত ৫১ সদস্যের বুড়িচং উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদককে আহ্বায়ক করা হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ করা হয়।
এ সময় অভিযোগ করা হয়, উপজেলা যুবদলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদের নেতা-কর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, এত দিন যাঁরা যুবদলের নেতৃত্বে ছিলেন, তাঁদের নামে একাধিক মামলা রয়েছে। ত্যাগী এসব নেতাকে মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাই তাঁরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবু যাহের শিপু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ, কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ প্রমুখ।
এ বিষয়ে সদস্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের বলেন, কোনো সম্মেলন বা আলোচনা ছাড়াই টাকার বিনিময়ে কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এই কমিটি অনুমোদন দেওয়ার কথা থাকলেও জেলা কমিটি এ বিষয়ে কিছুই জানে না। তৃণমূলের নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে দেওয়া কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুড়িচং উপজেলা যুবদলের কমিটির বিষয়ে অবগত নই। সোশ্যাল মিডিয়ায় দেখেছি কমিটি গঠন হয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত ৫১ সদস্যের বুড়িচং উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদককে আহ্বায়ক করা হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩৪ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে