কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. সেলিম মিয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন, নগরীর কালিয়াজুরী মধ্য পাড়া শহীদ মিনার সংলগ্ন মৃত মুর্শিদ মিয়ার ছেলে মো. মাইনুদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কালিয়াজুরী শীলবাড়ীর হরিপদ দত্তের ছেলে রতন দত্ত, কালিয়াজুরী মৃত নান্নু মিয়া জমিদারের ছেলে মো. আশিক ও মো. বনি মিয়ার ছেলে আ. হান্নান এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আল-আমিন।
মামলার বিবরণে ও আদালত সূত্রে জানা যায়, নগরীর কালিয়াজুরীতে পূর্ব শত্রুতার জের ধরে ২০১২ সালের ২৭ জানুয়ারি রাতে সাড়ে ৯টায় আসামিরা পরস্পর যোগসাজশে কালিয়াজুরী মাজারের পূর্ব পাড়ের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অটোরিকশাচালক জাবেদ মিয়াকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এরপর নিহতের স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাবেদ মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন।
অতিরিক্ত কৌশলী মো. সেলিম মিয়া বলেন, রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আসামি মো. মাঈনুদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আসামি রতন দত্তসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. সেলিম মিয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন, নগরীর কালিয়াজুরী মধ্য পাড়া শহীদ মিনার সংলগ্ন মৃত মুর্শিদ মিয়ার ছেলে মো. মাইনুদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কালিয়াজুরী শীলবাড়ীর হরিপদ দত্তের ছেলে রতন দত্ত, কালিয়াজুরী মৃত নান্নু মিয়া জমিদারের ছেলে মো. আশিক ও মো. বনি মিয়ার ছেলে আ. হান্নান এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আল-আমিন।
মামলার বিবরণে ও আদালত সূত্রে জানা যায়, নগরীর কালিয়াজুরীতে পূর্ব শত্রুতার জের ধরে ২০১২ সালের ২৭ জানুয়ারি রাতে সাড়ে ৯টায় আসামিরা পরস্পর যোগসাজশে কালিয়াজুরী মাজারের পূর্ব পাড়ের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অটোরিকশাচালক জাবেদ মিয়াকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এরপর নিহতের স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাবেদ মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন।
অতিরিক্ত কৌশলী মো. সেলিম মিয়া বলেন, রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আসামি মো. মাঈনুদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আসামি রতন দত্তসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে