Ajker Patrika

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে মারিয়া আক্তার (১১) ও মিরাজ হাসান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ছোট আলমপুর দত্ত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন। 

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নিহতরা হচ্ছে দেবীদ্বার পৌরসভার পুরাতন বাজার মাদ্রাসা পাড়া এলাকার মো. সুমন মিয়ার কন্যা মারিয়া আক্তার (১২) এবং রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী মারুফ সরকারের ছেলে মো. মিরাজ (৫)। তারা ছোট আলমপুর ভাড়া বাসায় বসবাস করত। নিহত মারিয়া দেবীদ্বার মফিজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

জানা যায়, দেবিদ্বার মাদ্রাসা পাড়ার মো. সুমন মিয়া ও মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মারুফ মিয়া ছোট আলমপুরের দত্তর বাড়িতে একই বাসায় ভাড়া থাকেন। আজ বুধবার দুপুরে দত্ত বাড়ির পুকুরে সুমন মিয়ার ছোট মেয়ে মারিয়া আক্তার (১১) ও মারুফ মিয়ার একমাত্র ছেলে মিরাজ হাসান (৫) সাঁতার শিখতে যায়। পুকুরে মিরাজ ও মারিয়া বোতল নিয়ে পুকুরে সাঁতার শিখতে নামে, বোতল থেকে মিরাজ ছিটকে গেলে মারিয়ার পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। পুকুরে গভীরতার কারণে মারিয়া ও মিরাজ দুজনেই তলিয়ে যায়। তাদের দুজনকে পানির নিচে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। 

নিহত মারিয়ার বাবা সুমন মিয়া বলেন, আমি ছাদে কাজ করছিলাম। মেয়ে তার খালাতো ভাইকে নিয়ে সাঁতার শিখবে বলে বোতল নিয়ে বের হয়ে আসে। পরে তাদের খোঁজাখুঁজি করে পুকুর থেকে লাশ উদ্ধার করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত