কুবি প্রতিনিধি

দিনে-দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ীর সালমানপুর এলাকায় হাজী ভিলাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী তামান্না বিনতে জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলে মেস ভাড়া করে থাকেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হতেই একটি সুজুকি বাইকে করে দুজন ছিনতাইকারী এসে টান দিয়ে তামান্নার হাত থেকে ‘রিয়েলমি ৫’ মডেলের একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়ামাত্রই একটি বাইক দিয়ে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটি নিয়ে যায়। এভাবে মোবাইল নিয়ে নেবে সেটি অকল্পনীয়।’
ইসমাইল খান মঞ্জিলের মালিকের ছেলে নাইম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা গেছে। মোবাইল উদ্ধার করতে আইনি জটিলতায় আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করব। আশা করি, পুলিশের সহায়তায় দ্রুতই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, দ্রুতই ঘটনাস্থলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠানো হবে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করবে। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাববুব হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি এখন অবগত হলাম। যেখানে ঘটনাটা ঘটেছে, তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনে-দুপুরে এমন ঘটনা দুঃখজনক ৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব।’

দিনে-দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ীর সালমানপুর এলাকায় হাজী ভিলাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী তামান্না বিনতে জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলে মেস ভাড়া করে থাকেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হতেই একটি সুজুকি বাইকে করে দুজন ছিনতাইকারী এসে টান দিয়ে তামান্নার হাত থেকে ‘রিয়েলমি ৫’ মডেলের একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়ামাত্রই একটি বাইক দিয়ে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটি নিয়ে যায়। এভাবে মোবাইল নিয়ে নেবে সেটি অকল্পনীয়।’
ইসমাইল খান মঞ্জিলের মালিকের ছেলে নাইম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা গেছে। মোবাইল উদ্ধার করতে আইনি জটিলতায় আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করব। আশা করি, পুলিশের সহায়তায় দ্রুতই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, দ্রুতই ঘটনাস্থলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠানো হবে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করবে। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাববুব হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি এখন অবগত হলাম। যেখানে ঘটনাটা ঘটেছে, তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনে-দুপুরে এমন ঘটনা দুঃখজনক ৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব।’

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
১ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে