কুবি প্রতিনিধি

দিনে-দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ীর সালমানপুর এলাকায় হাজী ভিলাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী তামান্না বিনতে জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলে মেস ভাড়া করে থাকেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হতেই একটি সুজুকি বাইকে করে দুজন ছিনতাইকারী এসে টান দিয়ে তামান্নার হাত থেকে ‘রিয়েলমি ৫’ মডেলের একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়ামাত্রই একটি বাইক দিয়ে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটি নিয়ে যায়। এভাবে মোবাইল নিয়ে নেবে সেটি অকল্পনীয়।’
ইসমাইল খান মঞ্জিলের মালিকের ছেলে নাইম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা গেছে। মোবাইল উদ্ধার করতে আইনি জটিলতায় আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করব। আশা করি, পুলিশের সহায়তায় দ্রুতই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, দ্রুতই ঘটনাস্থলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠানো হবে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করবে। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাববুব হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি এখন অবগত হলাম। যেখানে ঘটনাটা ঘটেছে, তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনে-দুপুরে এমন ঘটনা দুঃখজনক ৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব।’

দিনে-দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ীর সালমানপুর এলাকায় হাজী ভিলাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী তামান্না বিনতে জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলে মেস ভাড়া করে থাকেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হতেই একটি সুজুকি বাইকে করে দুজন ছিনতাইকারী এসে টান দিয়ে তামান্নার হাত থেকে ‘রিয়েলমি ৫’ মডেলের একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়ামাত্রই একটি বাইক দিয়ে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটি নিয়ে যায়। এভাবে মোবাইল নিয়ে নেবে সেটি অকল্পনীয়।’
ইসমাইল খান মঞ্জিলের মালিকের ছেলে নাইম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা গেছে। মোবাইল উদ্ধার করতে আইনি জটিলতায় আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করব। আশা করি, পুলিশের সহায়তায় দ্রুতই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, দ্রুতই ঘটনাস্থলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠানো হবে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করবে। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাববুব হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি এখন অবগত হলাম। যেখানে ঘটনাটা ঘটেছে, তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনে-দুপুরে এমন ঘটনা দুঃখজনক ৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
১ ঘণ্টা আগে