দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার রাতেই এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নুরুজ্জামান মুকুল ভানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন।
মুকুলের ভাই কামরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজি জালাল উদ্দিন (মোটরবাইক) ও তাঁর লোকজন একত্রিত হয়। এ সময় হাজি জালালের ভাগনে চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে তাঁকে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানান। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মারধরের অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্রপ্রার্থী হাজি জালাল উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
জালাল উদ্দিন বলেন, পুলিশ তাঁর ভাগনে কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান মুকুলের মৃত্যুর কারণে ভানী ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার রাতেই এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নুরুজ্জামান মুকুল ভানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন।
মুকুলের ভাই কামরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজি জালাল উদ্দিন (মোটরবাইক) ও তাঁর লোকজন একত্রিত হয়। এ সময় হাজি জালালের ভাগনে চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে তাঁকে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানান। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মারধরের অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্রপ্রার্থী হাজি জালাল উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
জালাল উদ্দিন বলেন, পুলিশ তাঁর ভাগনে কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান মুকুলের মৃত্যুর কারণে ভানী ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১০ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৩ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে