চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আলমগীর হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে (১৫) চুরির অভিযোগে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি মারধর করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববারের এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর আলমগীর নানাবাড়িতে বড় হয়েছে। গত রোববার সন্ধ্যায় মোবাইল চুরির অপবাদ দিয়ে আটকে রেখে তাকে দফায় দফায় নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে ভাজনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। গুরুতর অবস্থায় তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত রাহুল দাবি করেন, ‘আমার সঙ্গে তার কোনো শত্রুতা নেই। ওর বিরুদ্ধে এলাকার অনেকেরই চুরির অভিযোগ রয়েছে। তাকে ধরে এলাকার সবাই স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করেছে। এ সময় আমি একা না, এলাকার অনেকেই ছিল।’
স্থানীয় আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনউদ্দিন ভূঁইয়া বলেন, ‘নির্যাতিত কিশোরকে নিয়ে তার নানাসহ তার পরিবারের লোকজন আমার কাছে এসেছিল। আমি তাদের ছেলেটির চিকিৎসা নিশ্চিত করতে বলেছি। তা ছাড়া আইনি সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী কিশোরের নানা আবদুল কুদ্দুস থানায় অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে আলমগীর হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে (১৫) চুরির অভিযোগে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি মারধর করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববারের এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর আলমগীর নানাবাড়িতে বড় হয়েছে। গত রোববার সন্ধ্যায় মোবাইল চুরির অপবাদ দিয়ে আটকে রেখে তাকে দফায় দফায় নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে ভাজনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। গুরুতর অবস্থায় তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত রাহুল দাবি করেন, ‘আমার সঙ্গে তার কোনো শত্রুতা নেই। ওর বিরুদ্ধে এলাকার অনেকেরই চুরির অভিযোগ রয়েছে। তাকে ধরে এলাকার সবাই স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করেছে। এ সময় আমি একা না, এলাকার অনেকেই ছিল।’
স্থানীয় আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনউদ্দিন ভূঁইয়া বলেন, ‘নির্যাতিত কিশোরকে নিয়ে তার নানাসহ তার পরিবারের লোকজন আমার কাছে এসেছিল। আমি তাদের ছেলেটির চিকিৎসা নিশ্চিত করতে বলেছি। তা ছাড়া আইনি সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী কিশোরের নানা আবদুল কুদ্দুস থানায় অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৩ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩২ মিনিট আগে