হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

গর্ভে সন্তান নিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বসছিলেন ঝুমুর দেবনাথ (২১) নামের এক শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে মধ্যরাতে জন্ম হয় সিজারিয়ান নবজাতকের। এদিকে নবজাতককে রেখে আজ মঙ্গলবার পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে এসে উপস্থিত হন ঝুমুর। কেন্দ্রে বিশেষ যত্নে নেওয়া হয় তাঁর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন ঝুমুর। তিনি বাঞ্ছারামপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থী ঝুমুর দেবনাথ বাঞ্ছারামপুর উপজেলার খোসকান্দি গ্রামের হরিপদ দেবনাথের মেয়ে।
পরীক্ষা শেষ করে হোমনা চৌরাস্তা সংলগ্ন ডক্টরস হসপিটালে সন্তানের কাছে ফেরেন ঝুমুর। মঙ্গলবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিনিধির। এ সময় ঝুমুর প্রতিবেদককে জানান, গতকাল সোমবার গভীর রাতে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর রাতের শেষ ভাগে সিজারিয়ানের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম হয় তাঁর।
ঝুমুর দেবনাথ বলেন, ‘অপারেশন শেষে আমার জ্ঞান ফিরলে চিকিৎসককে জানাই যে আমি এবারের এইচএসসি পরীক্ষার্থী। সকালে আমার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। আমি এ পরীক্ষায় অংশ নিতে চাই। পরে চিকিৎসক আমাকে ভালো করে দেখে বললেন, আপনি সকালে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর আমি আমার সন্তানকে হাসপাতালে রেখে হাসপাতাল থেকে একজন নার্সকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেই। সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পরই পরীক্ষা দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার সন্তান সুস্থ আছে। আমার পরীক্ষাও ভালো হয়েছে।’
এ ঘটনায় সিজারিয়ান অপারেশনের দায়িত্বরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রসূতির স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করে তাঁকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেই। সবচেয়ে বড় কথা হলো, প্রসূতি নিজেই পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিল। পরীক্ষা শেষে প্রসূতি বর্তমানে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।’
এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব নিরাঞ্জন দেবনাথ বলেন, ‘আমরা ওই প্রসূতি শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করে দিয়েছি। সেখানে একজন শিক্ষকসহ চিকিৎসক সার্বক্ষণিক তাঁকে দেখাশোনা করেছেন।’

গর্ভে সন্তান নিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বসছিলেন ঝুমুর দেবনাথ (২১) নামের এক শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে মধ্যরাতে জন্ম হয় সিজারিয়ান নবজাতকের। এদিকে নবজাতককে রেখে আজ মঙ্গলবার পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে এসে উপস্থিত হন ঝুমুর। কেন্দ্রে বিশেষ যত্নে নেওয়া হয় তাঁর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন ঝুমুর। তিনি বাঞ্ছারামপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থী ঝুমুর দেবনাথ বাঞ্ছারামপুর উপজেলার খোসকান্দি গ্রামের হরিপদ দেবনাথের মেয়ে।
পরীক্ষা শেষ করে হোমনা চৌরাস্তা সংলগ্ন ডক্টরস হসপিটালে সন্তানের কাছে ফেরেন ঝুমুর। মঙ্গলবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিনিধির। এ সময় ঝুমুর প্রতিবেদককে জানান, গতকাল সোমবার গভীর রাতে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর রাতের শেষ ভাগে সিজারিয়ানের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম হয় তাঁর।
ঝুমুর দেবনাথ বলেন, ‘অপারেশন শেষে আমার জ্ঞান ফিরলে চিকিৎসককে জানাই যে আমি এবারের এইচএসসি পরীক্ষার্থী। সকালে আমার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। আমি এ পরীক্ষায় অংশ নিতে চাই। পরে চিকিৎসক আমাকে ভালো করে দেখে বললেন, আপনি সকালে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর আমি আমার সন্তানকে হাসপাতালে রেখে হাসপাতাল থেকে একজন নার্সকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেই। সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পরই পরীক্ষা দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার সন্তান সুস্থ আছে। আমার পরীক্ষাও ভালো হয়েছে।’
এ ঘটনায় সিজারিয়ান অপারেশনের দায়িত্বরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রসূতির স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করে তাঁকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেই। সবচেয়ে বড় কথা হলো, প্রসূতি নিজেই পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিল। পরীক্ষা শেষে প্রসূতি বর্তমানে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।’
এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব নিরাঞ্জন দেবনাথ বলেন, ‘আমরা ওই প্রসূতি শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করে দিয়েছি। সেখানে একজন শিক্ষকসহ চিকিৎসক সার্বক্ষণিক তাঁকে দেখাশোনা করেছেন।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে