কুমিল্লা প্রতিনিধি

দুধ দিয়ে গোসল করে কুমিল্লার দেবিদ্বারে এক আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। একই সঙ্গে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
আজ শনিবার তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি। তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন একজন।
যদিও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এমন ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে কামরুজ্জামান মাসুদ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা–হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি।’
কামরুজ্জামান মাসুদ আরও বলেন, ‘আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় নিজ দলের নেতা–কর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র–জনতার বিপক্ষে থাকার। ৪ আগস্ট দেবিদ্বারে কী হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছেন।’
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, ‘তাঁরা আমাকে বলেছেন, যেসব ছাত্র–জনতা নিহত হয়েছেন, তাঁদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র্যালি ও শোকসভা করা হবে। এ জন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র–জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তাঁরা আমাকে আসতে দেন নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। পরে জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।’

দুধ দিয়ে গোসল করে কুমিল্লার দেবিদ্বারে এক আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন। তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। একই সঙ্গে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
আজ শনিবার তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি। তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন একজন।
যদিও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এমন ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে কামরুজ্জামান মাসুদ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা–হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি।’
কামরুজ্জামান মাসুদ আরও বলেন, ‘আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় নিজ দলের নেতা–কর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র–জনতার বিপক্ষে থাকার। ৪ আগস্ট দেবিদ্বারে কী হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছেন।’
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, ‘তাঁরা আমাকে বলেছেন, যেসব ছাত্র–জনতা নিহত হয়েছেন, তাঁদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র্যালি ও শোকসভা করা হবে। এ জন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র–জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তাঁরা আমাকে আসতে দেন নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। পরে জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।’

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৯ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৪ মিনিট আগে