দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দেবিদ্বারের কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ২ হাজার ৭৯৩ হেক্টর জমির আগাম রবি শস্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ।
দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ১ হাজার ২৫ হেক্টর জমিতে আগাম আলু ও ৭৫০ হেক্টর জমিতে নানা রকমের সবজির আবাদ করা হয়েছিল। এর মধ্যে মুলা ৫৬ হেক্টর, লালশাক ৭৫ হেক্টর, ডাঁটা ৫৪ হেক্টর, লাউ ৭০ হেক্টর, ফুলকপি ৯৬ হেক্টর, বাঁধাকপি ৬০ হেক্টর, টমেটো ৮০ হেক্টর, পালং শাক ২৫ হেক্টর, শসা ২৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, ঢ্যাঁড়স ৩৬ হেক্টর, কাঁচা মরিচ ৬৫ হেক্টর, ধনিয়া পাতা ৮৫ হেক্টর, পেঁয়াজ ২০ হেক্টর, রসুন ১০ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টরসহ ২ হাজার ৭৯৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিপাতে ভাসছে কৃষকের আমন ধান ও সবজি খেত। তলিয়ে গেছে বোরো ধানের আগাম বীজতলা, আলু ও মসুরের খেত। এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন উপস্থিত অনেক কৃষক।
মোহনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাঠে প্রায় দুই একর জমিতে আলু, এক একর জমিতে ফুলকপি ও দুই একর জমিতে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসল আবাদ করেছিলাম। তিন দিনের টানা বর্ষণে সবই এখন পানির নিচে। আমরা ক্ষুদ্র কৃষক, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছি। এখন আমাদের কী হবে?
রফিকুল ইসলাম নামে আরও এক কৃষক বলেন, এবার শাকসবজির বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বুক ভরা স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেছে। এখন শুধু হতাশা করা ছাড়া আর কিছু করার নেই।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, টানা বৃষ্টিতে চলতি মৌসুমে আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ক্ষতির পরিমাণ কত তা নিয়ে কাজ করছেন। তবে জমিতে পানি আটকে থাকায় ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাহলে সরকার থেকে ভর্তুকির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে দেবিদ্বারের কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ২ হাজার ৭৯৩ হেক্টর জমির আগাম রবি শস্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ।
দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ১ হাজার ২৫ হেক্টর জমিতে আগাম আলু ও ৭৫০ হেক্টর জমিতে নানা রকমের সবজির আবাদ করা হয়েছিল। এর মধ্যে মুলা ৫৬ হেক্টর, লালশাক ৭৫ হেক্টর, ডাঁটা ৫৪ হেক্টর, লাউ ৭০ হেক্টর, ফুলকপি ৯৬ হেক্টর, বাঁধাকপি ৬০ হেক্টর, টমেটো ৮০ হেক্টর, পালং শাক ২৫ হেক্টর, শসা ২৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, ঢ্যাঁড়স ৩৬ হেক্টর, কাঁচা মরিচ ৬৫ হেক্টর, ধনিয়া পাতা ৮৫ হেক্টর, পেঁয়াজ ২০ হেক্টর, রসুন ১০ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টরসহ ২ হাজার ৭৯৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিপাতে ভাসছে কৃষকের আমন ধান ও সবজি খেত। তলিয়ে গেছে বোরো ধানের আগাম বীজতলা, আলু ও মসুরের খেত। এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন উপস্থিত অনেক কৃষক।
মোহনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাঠে প্রায় দুই একর জমিতে আলু, এক একর জমিতে ফুলকপি ও দুই একর জমিতে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসল আবাদ করেছিলাম। তিন দিনের টানা বর্ষণে সবই এখন পানির নিচে। আমরা ক্ষুদ্র কৃষক, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছি। এখন আমাদের কী হবে?
রফিকুল ইসলাম নামে আরও এক কৃষক বলেন, এবার শাকসবজির বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে বুক ভরা স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেছে। এখন শুধু হতাশা করা ছাড়া আর কিছু করার নেই।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, টানা বৃষ্টিতে চলতি মৌসুমে আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ক্ষতির পরিমাণ কত তা নিয়ে কাজ করছেন। তবে জমিতে পানি আটকে থাকায় ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাহলে সরকার থেকে ভর্তুকির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে