টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সাড়ে ৩ মাস পর আগামী শনিবার থেকে কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তবে অন্যান্য বারের চেয়ে জাহাজ চলাচলের সময়সীমা কম হওয়ায় অসন্তোষ জাহাজ ও পর্যটন সংশ্লিষ্টরা। ফলে সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে প্রতি বছরের ন্যায় পর্যটন মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর মধ্যে আগামী ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত দু-একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় জাহাজগুলো দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এ দিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবরে দ্বীপে ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, নানা কারণে মৌসুমের শুরুতে জাহাজ চলাচল করার অনুমতি পাওয়া যায়নি। খুব কম সময় পর্যন্ত জাহাজ চলাচল করেছে। এতে অন্যান্য বছরের ন্যায় ক্ষতির সংখ্যা বাড়বে। ফলে জাহাজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিছু পর্যটক অগ্রিম হোটেল বুকিং করাতে শুধুমাত্র একটি কেয়ারি সিন্দবাদ ২ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। এক প্রশ্নের জবাবে পারভেজ চৌধুরী বলেন, জাহাজ সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে সময় বাড়ানো যেতে পারে।
উল্লেখ্য, নানা কারণে ২২৯ দিন বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর ৩১০ জন পর্যটক নিয়ে সকাল সাড়ে ৯টায় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গিয়েছিল। সে সময় থেকে পর্যটক পারাপারে এ নৌপথে চলাচল করে প্রায় ১০টি জাহাজ।

সাড়ে ৩ মাস পর আগামী শনিবার থেকে কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তবে অন্যান্য বারের চেয়ে জাহাজ চলাচলের সময়সীমা কম হওয়ায় অসন্তোষ জাহাজ ও পর্যটন সংশ্লিষ্টরা। ফলে সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে প্রতি বছরের ন্যায় পর্যটন মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর মধ্যে আগামী ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত দু-একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় জাহাজগুলো দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এ দিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবরে দ্বীপে ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, নানা কারণে মৌসুমের শুরুতে জাহাজ চলাচল করার অনুমতি পাওয়া যায়নি। খুব কম সময় পর্যন্ত জাহাজ চলাচল করেছে। এতে অন্যান্য বছরের ন্যায় ক্ষতির সংখ্যা বাড়বে। ফলে জাহাজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিছু পর্যটক অগ্রিম হোটেল বুকিং করাতে শুধুমাত্র একটি কেয়ারি সিন্দবাদ ২ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। এক প্রশ্নের জবাবে পারভেজ চৌধুরী বলেন, জাহাজ সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে সময় বাড়ানো যেতে পারে।
উল্লেখ্য, নানা কারণে ২২৯ দিন বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর ৩১০ জন পর্যটক নিয়ে সকাল সাড়ে ৯টায় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গিয়েছিল। সে সময় থেকে পর্যটক পারাপারে এ নৌপথে চলাচল করে প্রায় ১০টি জাহাজ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩৩ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে