চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। এই আসনে বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
মনোনয়ন না পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যারিকেট দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ৩টি বাস ভাঙচুর করেন।
আজ রোববার বিকেলে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালাহ উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন চান। দল থেকে সালাহ উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি বাস দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দেয়।
একপর্যায়ে নেতাকর্মীরা তিনটি বাসে ইটপাটকেল ছুঁড়লে কাচ ভেঙে দেয়। পরে সমর্থকেরা মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। পুলিশ, র্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা সরে যান। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এখন সড়কের যানবাহ চলাচল স্বাভাবিক আছে। বাস ভাঙচুরের ঘটনায় মালিকরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। এই আসনে বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
মনোনয়ন না পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যারিকেট দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ৩টি বাস ভাঙচুর করেন।
আজ রোববার বিকেলে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালাহ উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন চান। দল থেকে সালাহ উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি বাস দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দেয়।
একপর্যায়ে নেতাকর্মীরা তিনটি বাসে ইটপাটকেল ছুঁড়লে কাচ ভেঙে দেয়। পরে সমর্থকেরা মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। পুলিশ, র্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা সরে যান। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এখন সড়কের যানবাহ চলাচল স্বাভাবিক আছে। বাস ভাঙচুরের ঘটনায় মালিকরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে