কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নির্বাচানী প্রচারে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সে সব হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশা। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার কুতুবদিয়ার উত্তর ধুরুং পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশার শেষ নির্বাচনী পথসভা ছিল। সে পথসভায় নৌকা প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শরীফ বাদশা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহেশখালী কুতুবদিয়ার স্থানীয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকাল শনিবারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’
উল্লেখ্য, কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরিফ বাদশা (নোঙর) ছাড়াও ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইউনুছ (মিনার), এনপিপির মো. মাহাবুব আলম (আম), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা জিয়াউর রহমান, (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. খায়রুল আমিন (একতারা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৮২২ জন। ভোটকেন্দ্র ১১৮ টি। এর মধ্যে কুতুবদিয়ায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৭৫ জন, ভোটকেন্দ্র রয়েছে ৩৭ টি। অন্যদিকে মহেশখালী উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৪৭ জন, ভোটকেন্দ্র রয়েছে ৮১ টি।

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নির্বাচানী প্রচারে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সে সব হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশা। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার কুতুবদিয়ার উত্তর ধুরুং পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশার শেষ নির্বাচনী পথসভা ছিল। সে পথসভায় নৌকা প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শরীফ বাদশা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহেশখালী কুতুবদিয়ার স্থানীয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকাল শনিবারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’
উল্লেখ্য, কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরিফ বাদশা (নোঙর) ছাড়াও ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইউনুছ (মিনার), এনপিপির মো. মাহাবুব আলম (আম), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা জিয়াউর রহমান, (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. খায়রুল আমিন (একতারা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৮২২ জন। ভোটকেন্দ্র ১১৮ টি। এর মধ্যে কুতুবদিয়ায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৭৫ জন, ভোটকেন্দ্র রয়েছে ৩৭ টি। অন্যদিকে মহেশখালী উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৪৭ জন, ভোটকেন্দ্র রয়েছে ৮১ টি।

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
২৯ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে