কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নির্বাচানী প্রচারে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সে সব হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশা। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার কুতুবদিয়ার উত্তর ধুরুং পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশার শেষ নির্বাচনী পথসভা ছিল। সে পথসভায় নৌকা প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শরীফ বাদশা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহেশখালী কুতুবদিয়ার স্থানীয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকাল শনিবারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’
উল্লেখ্য, কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরিফ বাদশা (নোঙর) ছাড়াও ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইউনুছ (মিনার), এনপিপির মো. মাহাবুব আলম (আম), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা জিয়াউর রহমান, (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. খায়রুল আমিন (একতারা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৮২২ জন। ভোটকেন্দ্র ১১৮ টি। এর মধ্যে কুতুবদিয়ায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৭৫ জন, ভোটকেন্দ্র রয়েছে ৩৭ টি। অন্যদিকে মহেশখালী উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৪৭ জন, ভোটকেন্দ্র রয়েছে ৮১ টি।

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নির্বাচানী প্রচারে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সে সব হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশা। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার কুতুবদিয়ার উত্তর ধুরুং পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশার শেষ নির্বাচনী পথসভা ছিল। সে পথসভায় নৌকা প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শরীফ বাদশা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহেশখালী কুতুবদিয়ার স্থানীয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকাল শনিবারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’
উল্লেখ্য, কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরিফ বাদশা (নোঙর) ছাড়াও ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইউনুছ (মিনার), এনপিপির মো. মাহাবুব আলম (আম), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা জিয়াউর রহমান, (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. খায়রুল আমিন (একতারা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৮২২ জন। ভোটকেন্দ্র ১১৮ টি। এর মধ্যে কুতুবদিয়ায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৭৫ জন, ভোটকেন্দ্র রয়েছে ৩৭ টি। অন্যদিকে মহেশখালী উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৪৭ জন, ভোটকেন্দ্র রয়েছে ৮১ টি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৭ মিনিট আগে