কক্সবাজার প্রতিনিধি

১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’

১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে