চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

স্ত্রীর সঙ্গে অভিমান করে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তাঁর নাম ছৈয়দ আলম। আজ রোববার সকালে খুটাখালী ইউনিয়নের হাজীপাড়া গ্রামে বিষপানের ঘটনাটি ঘটে। পরে দুপুরের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। ছৈয়দ আলম ওই গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।
ছৈয়দ আলমের মা মেহেরাজ বেগম জানিয়েছেন, এক সপ্তাহ আগে আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রী নাছিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। পরে নাছিমা কাউকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যায়। গতকাল শনিবার সকালে নাতনি স্কুলে যাওয়ার কথা বলে মায়ের কাছে চলে যায়। বিষয়টি জানতে পেরে আমার ছেলে মেয়ের খোঁজ নিতে স্কুলে যায়। ধারণা করছি, মেয়েকে স্কুলে না পেয়ে অভিমান করে সে বাজার থেকে বিষ নিয়ে আসে।
মেহেরাজ বেগম বলেন, 'ছৈয়দ আলম বাজার থেকে আসার পর আমাকে তাঁর বাড়িতে ডেকে আনে। এরপর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলে। আমরা নাছিমার সঙ্গে কথা বলি। নাছিমা আমাদের জানিয়ে দেয়, সে সংসার করতে চায় না। এই কথা শুনে ছৈয়দ আলম রান্না ঘরে চলে যায়। রান্নাঘর গিয়েই বিষ খেয়ে ফেলে। একটু পর বিষের গন্ধ পেলে আমরা গিয়ে দেখি সে মাটিতে পড়ে আছে। এরপর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে সে মারা যায়।'
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ‘খুটাখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের তথ্যের ভিত্তিতে মৃতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

স্ত্রীর সঙ্গে অভিমান করে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তাঁর নাম ছৈয়দ আলম। আজ রোববার সকালে খুটাখালী ইউনিয়নের হাজীপাড়া গ্রামে বিষপানের ঘটনাটি ঘটে। পরে দুপুরের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। ছৈয়দ আলম ওই গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।
ছৈয়দ আলমের মা মেহেরাজ বেগম জানিয়েছেন, এক সপ্তাহ আগে আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রী নাছিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। পরে নাছিমা কাউকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যায়। গতকাল শনিবার সকালে নাতনি স্কুলে যাওয়ার কথা বলে মায়ের কাছে চলে যায়। বিষয়টি জানতে পেরে আমার ছেলে মেয়ের খোঁজ নিতে স্কুলে যায়। ধারণা করছি, মেয়েকে স্কুলে না পেয়ে অভিমান করে সে বাজার থেকে বিষ নিয়ে আসে।
মেহেরাজ বেগম বলেন, 'ছৈয়দ আলম বাজার থেকে আসার পর আমাকে তাঁর বাড়িতে ডেকে আনে। এরপর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলে। আমরা নাছিমার সঙ্গে কথা বলি। নাছিমা আমাদের জানিয়ে দেয়, সে সংসার করতে চায় না। এই কথা শুনে ছৈয়দ আলম রান্না ঘরে চলে যায়। রান্নাঘর গিয়েই বিষ খেয়ে ফেলে। একটু পর বিষের গন্ধ পেলে আমরা গিয়ে দেখি সে মাটিতে পড়ে আছে। এরপর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে সে মারা যায়।'
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ‘খুটাখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের তথ্যের ভিত্তিতে মৃতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৫ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১ ঘণ্টা আগে