টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে পৌঁছেছেন। আজ বেলা সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী তিনটি জাহাজ সেন্ট মার্টিনের জেটি ঘাট ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭টায় দমদমিয়া ঘাটে পৌঁছে জাহাজগুলো।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজহংস ও কেয়ারি সিন্দবাদ জাহাজ যথারীতি ছাড়লেও কিছু দূর গিয়ে সাগর উত্তাল থাকায় ফিরে আসে। এতে পর্যটকদের অনেকেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েন।
গত রোববার ভোর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে ওই নৌরুটে চলাচলকারী আটটি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার সেন্ট মার্টিনে রাত্রিযাপন করে রোববার সেখান থেকে ফিরে আসার জন্য প্রস্তুত হাজারো পর্যটক আটকা পড়েছিলেন। তারা গতকাল ফিরতে পারেননি। আজ বিকেলে পর্যটকেরা সবাই নিরাপদে জাহাজের ফিরতি ট্রিপে ফিরেছেন।
চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে হানিমুনে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগর পাড়ি দিয়ে টেকনাফ পৌঁছাতে উদ্বেগ–উৎকণ্ঠায় থাকতে হয়েছে।’ অবশেষে পৌঁছাতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেন তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী তিনটি জাহাজ ছেড়ে যায়। জাহাজ তিনটি যথা সময়ে নিরাপদে সেন্ট মার্টিন পৌঁছে। তিনটি জাহাজ রাজহংস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ যোগে প্রায় তিন শ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। জাহাজের ফিরতি ট্রিপে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন।’
তিনি আরও বলেন, রোববার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সাগরের পরিস্থিতির জন্য কিছু সময় পরে সেন্ট মার্টিন ছেড়ে আসে জাহাজগুলো।’

বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে পৌঁছেছেন। আজ বেলা সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী তিনটি জাহাজ সেন্ট মার্টিনের জেটি ঘাট ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭টায় দমদমিয়া ঘাটে পৌঁছে জাহাজগুলো।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজহংস ও কেয়ারি সিন্দবাদ জাহাজ যথারীতি ছাড়লেও কিছু দূর গিয়ে সাগর উত্তাল থাকায় ফিরে আসে। এতে পর্যটকদের অনেকেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েন।
গত রোববার ভোর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে ওই নৌরুটে চলাচলকারী আটটি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার সেন্ট মার্টিনে রাত্রিযাপন করে রোববার সেখান থেকে ফিরে আসার জন্য প্রস্তুত হাজারো পর্যটক আটকা পড়েছিলেন। তারা গতকাল ফিরতে পারেননি। আজ বিকেলে পর্যটকেরা সবাই নিরাপদে জাহাজের ফিরতি ট্রিপে ফিরেছেন।
চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে হানিমুনে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগর পাড়ি দিয়ে টেকনাফ পৌঁছাতে উদ্বেগ–উৎকণ্ঠায় থাকতে হয়েছে।’ অবশেষে পৌঁছাতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেন তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী তিনটি জাহাজ ছেড়ে যায়। জাহাজ তিনটি যথা সময়ে নিরাপদে সেন্ট মার্টিন পৌঁছে। তিনটি জাহাজ রাজহংস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ যোগে প্রায় তিন শ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। জাহাজের ফিরতি ট্রিপে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন।’
তিনি আরও বলেন, রোববার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সাগরের পরিস্থিতির জন্য কিছু সময় পরে সেন্ট মার্টিন ছেড়ে আসে জাহাজগুলো।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১০ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে