চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে ঈদের বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে স্বাভাবিক হয়। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডুলাহাজারা রেলস্টেশনের মাস্টার মো. আব্দুল মান্নান চৌধুরী। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ঈদের বিশেষ ট্রেনটি আজ সকাল সোয়া ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে এসে থামে। এর কিছুক্ষণ পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আমরা অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। ট্রেনে পাঁচ শর বেশি যাত্রী ছিল।’
স্টেশনমাস্টার আব্দুল মান্নান আরও বলেন, ‘বিশেষ ট্রেনের ইঞ্জিন, একটি কোচের আটটি চাকা ও আরেকটি কোচের চারটি চাকা লাইন থেকে সরে পড়ে। মূলত ট্রেনের গতি কম থাকায় ট্রেন ও লাইনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী যান এসে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে। বিকল্প পথে বেলা ১টা ২০ মিনিটের দিকে অপর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এই স্টেশন পার হয়ে যায়।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনের যাত্রী জাহিদুল ইসলাম ও ফাহিম আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে দুই বন্ধু কক্সবাজার যাচ্ছিলাম। ডুলাহাজারা স্টেশনে এসে ট্রেন লাইনচ্যুত হওয়ায় গরমের মধ্যে বিপদে পড়ি। এখন বাধ্য হয়ে গাড়িতে কক্সবাজার চলে যাওয়ার চেষ্টা করছি।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে যান চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লাইন থেকে সরে পড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ।’

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে ঈদের বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে স্বাভাবিক হয়। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডুলাহাজারা রেলস্টেশনের মাস্টার মো. আব্দুল মান্নান চৌধুরী। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ঈদের বিশেষ ট্রেনটি আজ সকাল সোয়া ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে এসে থামে। এর কিছুক্ষণ পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আমরা অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। ট্রেনে পাঁচ শর বেশি যাত্রী ছিল।’
স্টেশনমাস্টার আব্দুল মান্নান আরও বলেন, ‘বিশেষ ট্রেনের ইঞ্জিন, একটি কোচের আটটি চাকা ও আরেকটি কোচের চারটি চাকা লাইন থেকে সরে পড়ে। মূলত ট্রেনের গতি কম থাকায় ট্রেন ও লাইনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী যান এসে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে। বিকল্প পথে বেলা ১টা ২০ মিনিটের দিকে অপর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এই স্টেশন পার হয়ে যায়।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনের যাত্রী জাহিদুল ইসলাম ও ফাহিম আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে দুই বন্ধু কক্সবাজার যাচ্ছিলাম। ডুলাহাজারা স্টেশনে এসে ট্রেন লাইনচ্যুত হওয়ায় গরমের মধ্যে বিপদে পড়ি। এখন বাধ্য হয়ে গাড়িতে কক্সবাজার চলে যাওয়ার চেষ্টা করছি।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে যান চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লাইন থেকে সরে পড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪৩ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে