কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে বাজারে মাছটি তোলেন ট্রলারের মাঝি রশিদ মিয়া। এ সময় বিশাল মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করেন। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল।
সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তাঁরা সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। সেখানে তাঁদের জালে উঠে আসে বোল মাছটি।
মাঝি রশিদ মিয়া বলেন, এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছ পেয়ে যেমন খুশি, তেমনি দাম পেয়েও সন্তুষ্ট আমরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মাছটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫০ কেজি ওজনের বোল মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। মাছটি বাজারে ওঠার খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় করেছিল।
এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে বড়শিতে ধরা পড়েছিল ৯১ কেজি ওজনের একটি বোল মাছ, যা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছ বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে।

কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে বাজারে মাছটি তোলেন ট্রলারের মাঝি রশিদ মিয়া। এ সময় বিশাল মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করেন। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল।
সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তাঁরা সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। সেখানে তাঁদের জালে উঠে আসে বোল মাছটি।
মাঝি রশিদ মিয়া বলেন, এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছ পেয়ে যেমন খুশি, তেমনি দাম পেয়েও সন্তুষ্ট আমরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মাছটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫০ কেজি ওজনের বোল মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। মাছটি বাজারে ওঠার খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় করেছিল।
এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে বড়শিতে ধরা পড়েছিল ৯১ কেজি ওজনের একটি বোল মাছ, যা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছ বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৮ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৯ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে