কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. সামশুল আলম খান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাঁরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান আরও বলেন, গত শনিবার (২৫ মার্চ) এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।
গতকাল (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণের এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
এদিকে গত শনিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. সামশুল আলম খান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাঁরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান আরও বলেন, গত শনিবার (২৫ মার্চ) এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।
গতকাল (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণের এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
এদিকে গত শনিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে