কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার বিকেলে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমর্থনের কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
সভায় ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতঘড়ি মার্কাকে বিজয়ী করে সন্ত্রাস ও ডাকাতমুক্ত চকরিয়া পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।’
কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে সমর্থন দিয়েছে। আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতৃবৃন্দকে এ জন্য ধন্যবাদ জানাই।’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সমর্থনে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
এর আগে এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করা হয়। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলম ট্রাক মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁকে গত বুধবার রাতে শৃঙ্খলা ভঙ্গ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার বিকেলে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমর্থনের কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
সভায় ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতঘড়ি মার্কাকে বিজয়ী করে সন্ত্রাস ও ডাকাতমুক্ত চকরিয়া পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।’
কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে সমর্থন দিয়েছে। আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতৃবৃন্দকে এ জন্য ধন্যবাদ জানাই।’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সমর্থনে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
এর আগে এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করা হয়। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলম ট্রাক মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁকে গত বুধবার রাতে শৃঙ্খলা ভঙ্গ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে