কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’

কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।
শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।
বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।
টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে