চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এক সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কেটে বালু বিক্রির প্রতিবাদ করায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী ছাত্রের নাম মোহাম্মদ হাসান (২১)। তিনি চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর গ্রামের নুরুল আলমের ছেলে ও চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রাম শহরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একজন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটভুক্ত। চট্টগ্রাম বিভাগে তাঁর গেজেট নম্বর ৫৮।
হাসানের অভিযোগ, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছানা উল্লাহর নেতৃত্বে একদল বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
পুলিশ ও হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর তেঁতুলগাছতলা এলাকায় থেকে অবৈধভাবে পাহাড় কেটে বালু বিক্রি করছিলেন অভিযুক্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় জুলাইযোদ্ধা হাসান বালু পরিবহনের ট্রাকের ছবি তোলেন। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি হাসানকে ছবি মুছে দিতে বলেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরপর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন বিএনপির নেতা ছানা উল্লাহর নেতৃত্বে সাদু, মোস্তফা, বাবলু, জমিরসহ ১০ থেকে ১৫ জন বালু সিন্ডিকেটের লোকজন হাসানের ওপর হামলা চালান। মোবাইল ফোন কেড়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।

মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা দক্ষিণ সুরাজপুরে একটি পাহাড় কেটে বালু বিক্রি করছিল। মূলত প্রতিবাদ করার জন্য ছবি তুলেছিলাম। তখন ট্রাক থেকে নেমে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে আবার লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। পাহাড় থেকে বালু বিক্রি করার কারণে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। একটু বৃষ্টি হলে চলাচল অনুপযোগী হয়ে যায়।’
মোহাম্মদ হাসান আরও বলেন, ‘জুলাই আন্দোলনের পুরো সময় রাজপথে ছিলাম। ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় তুমুল আন্দোলনের সময় আমার শরীরে ১২টি রাবার বুলেট বিদ্ধ হয়। আমি চাই, ছানা উল্লাহের বিরুদ্ধে দলীয়ভাবে যেন বিএনপি সিদ্ধান্ত নেয়।’
এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত ছানা উল্লাহের মোবাইল নম্বরে ফোন করেন এ প্রতিবেদক। প্রথমে ফোন রিসিভ করে কোনো কথা না বলে লাইন কেটে দেন। পরে তাঁর নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাঈদ হাসান ও মোবারক হোসেন জিহান বলেন, ‘হাসান একজন সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাসানের ওপর হামলায় চালায়। যাঁরা হামলা করেছেন, তাঁরা সবাই একটি দলের নাম ভাঙিয়ে পরিবেশ ধ্বংস করছেন। এমন একজন জুলাইযোদ্ধার ওপর হামলা আমরা মেনে নেব না।’
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে হাসান চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারের চকরিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এক সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কেটে বালু বিক্রির প্রতিবাদ করায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী ছাত্রের নাম মোহাম্মদ হাসান (২১)। তিনি চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর গ্রামের নুরুল আলমের ছেলে ও চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রাম শহরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একজন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটভুক্ত। চট্টগ্রাম বিভাগে তাঁর গেজেট নম্বর ৫৮।
হাসানের অভিযোগ, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছানা উল্লাহর নেতৃত্বে একদল বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
পুলিশ ও হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর তেঁতুলগাছতলা এলাকায় থেকে অবৈধভাবে পাহাড় কেটে বালু বিক্রি করছিলেন অভিযুক্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় জুলাইযোদ্ধা হাসান বালু পরিবহনের ট্রাকের ছবি তোলেন। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি হাসানকে ছবি মুছে দিতে বলেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরপর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন বিএনপির নেতা ছানা উল্লাহর নেতৃত্বে সাদু, মোস্তফা, বাবলু, জমিরসহ ১০ থেকে ১৫ জন বালু সিন্ডিকেটের লোকজন হাসানের ওপর হামলা চালান। মোবাইল ফোন কেড়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।

মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা দক্ষিণ সুরাজপুরে একটি পাহাড় কেটে বালু বিক্রি করছিল। মূলত প্রতিবাদ করার জন্য ছবি তুলেছিলাম। তখন ট্রাক থেকে নেমে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে আবার লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। পাহাড় থেকে বালু বিক্রি করার কারণে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। একটু বৃষ্টি হলে চলাচল অনুপযোগী হয়ে যায়।’
মোহাম্মদ হাসান আরও বলেন, ‘জুলাই আন্দোলনের পুরো সময় রাজপথে ছিলাম। ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় তুমুল আন্দোলনের সময় আমার শরীরে ১২টি রাবার বুলেট বিদ্ধ হয়। আমি চাই, ছানা উল্লাহের বিরুদ্ধে দলীয়ভাবে যেন বিএনপি সিদ্ধান্ত নেয়।’
এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত ছানা উল্লাহের মোবাইল নম্বরে ফোন করেন এ প্রতিবেদক। প্রথমে ফোন রিসিভ করে কোনো কথা না বলে লাইন কেটে দেন। পরে তাঁর নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাঈদ হাসান ও মোবারক হোসেন জিহান বলেন, ‘হাসান একজন সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাসানের ওপর হামলায় চালায়। যাঁরা হামলা করেছেন, তাঁরা সবাই একটি দলের নাম ভাঙিয়ে পরিবেশ ধ্বংস করছেন। এমন একজন জুলাইযোদ্ধার ওপর হামলা আমরা মেনে নেব না।’
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে হাসান চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৯ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে