চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় এক ব্যবসায়ী হত্যা মামলার আসামি আবু ছৈয়দকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এতে জখম হয়েছেন নিহতের স্ত্রীসহ চারজন।
নিহত আবু ছৈয়দ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া এলাকায় মৃত বদিউর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের এক ব্যবসায়ী হত্যা মামলার অন্যতম আসামি।
হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার। তিনি বলেন, ‘চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) নেওয়ার পথে আহত আবু ছৈয়দ মারা গেছে শুনেছি। অন্য আহতদের চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।’
হামলায় আহতরা হলেন আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার (৩৪) ও স্ত্রীর বড় ভাই মো. খোকন (৪০) এবং একই এলাকার আবদুল মজিদের স্ত্রী শাকিলা (৩৩) ও ছেলে এনাম (১৭)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ বিকেলে কয়েকজন দুর্বৃত্ত আবু ছৈয়দের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাঁর পায়ে ও হাতে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আবু ছৈয়দকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আবু ছৈয়দ মারা যান বলে তাঁর পরিবারের লোকজন জানান।
স্থানীয় লোকজন জানান, ২০২১ সালের ২ মে রাতে পেকুয়া উপজেলার মগনামার ফুলতলা স্টেশনে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি হলেন আবু ছৈয়দ। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরেন।

কক্সবাজারের পেকুয়ায় এক ব্যবসায়ী হত্যা মামলার আসামি আবু ছৈয়দকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এতে জখম হয়েছেন নিহতের স্ত্রীসহ চারজন।
নিহত আবু ছৈয়দ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া এলাকায় মৃত বদিউর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের এক ব্যবসায়ী হত্যা মামলার অন্যতম আসামি।
হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার। তিনি বলেন, ‘চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) নেওয়ার পথে আহত আবু ছৈয়দ মারা গেছে শুনেছি। অন্য আহতদের চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।’
হামলায় আহতরা হলেন আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার (৩৪) ও স্ত্রীর বড় ভাই মো. খোকন (৪০) এবং একই এলাকার আবদুল মজিদের স্ত্রী শাকিলা (৩৩) ও ছেলে এনাম (১৭)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ বিকেলে কয়েকজন দুর্বৃত্ত আবু ছৈয়দের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাঁর পায়ে ও হাতে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আবু ছৈয়দকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আবু ছৈয়দ মারা যান বলে তাঁর পরিবারের লোকজন জানান।
স্থানীয় লোকজন জানান, ২০২১ সালের ২ মে রাতে পেকুয়া উপজেলার মগনামার ফুলতলা স্টেশনে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি হলেন আবু ছৈয়দ। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৪৪ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে