কক্সবাজার প্রতিনিধি

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন সাগরে ভাসার পর ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার দুপুরে কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া ২১ জেলে ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা। তাঁরা একই এলাকার এফভি জুনায়েদ নামক ট্রলারের জেলে।
জেলেদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, গত ১৬ মে ভোলার মনপুরা থেকে ২১ জেলে নিয়ে এফভি জুনায়েদ সাগরে মাছ ধরতে নামে। গত ২০ মে গভীর সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটি সাগরে ভাসতে থাকে। মাছ ধরায় সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তাঁরা অন্য ট্রলারের সহযোগিতাও নিতে পারেনি। এভাবে ১০ দিন সাগরে ভাসার পর গতকাল মঙ্গলবার বিকেলে ট্রলারটি কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল এলাকায় পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন ভাসমান অবস্থায় থাকা জেলেরা বিপদের কথা ট্রলার মালিককে ফোনে অবহিত করেন।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রলারটির মালিক দুর্ঘটনা কবলিত জেলেদের সাগরে ভাসমান থাকার বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে অবহিত করেন। তবে সাগরে ট্রলারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর আলাদা দল ট্রলারে থাকা জেলেদের উদ্ধার অভিযান শুরু করে।
লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, আজ বুধবার দুপুরে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘সবুজ বাংলা’ দুর্ঘটনা কবলিত ট্রলারটি গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলারটিতে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে উদ্ধার হওয়া জেলেদের ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের স্ব-স্ব বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।
জেলেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার পর এফভি জুনায়েদে করে তাঁরা ৫ দিনের জন্য জ্বালানি ও খাদ্যসহ সাগরে মাছ ধরতে যান। কিন্তু যাত্রার ৪ দিনের মাথায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১০ দিন সাগরে ভাসার পর ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার দুপুরে কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল দূর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া ২১ জেলে ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা। তাঁরা একই এলাকার এফভি জুনায়েদ নামক ট্রলারের জেলে।
জেলেদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, গত ১৬ মে ভোলার মনপুরা থেকে ২১ জেলে নিয়ে এফভি জুনায়েদ সাগরে মাছ ধরতে নামে। গত ২০ মে গভীর সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটি সাগরে ভাসতে থাকে। মাছ ধরায় সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তাঁরা অন্য ট্রলারের সহযোগিতাও নিতে পারেনি। এভাবে ১০ দিন সাগরে ভাসার পর গতকাল মঙ্গলবার বিকেলে ট্রলারটি কক্সবাজার সমুদ্র উপকূলের ১০ নটিক্যাল মাইল এলাকায় পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন ভাসমান অবস্থায় থাকা জেলেরা বিপদের কথা ট্রলার মালিককে ফোনে অবহিত করেন।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রলারটির মালিক দুর্ঘটনা কবলিত জেলেদের সাগরে ভাসমান থাকার বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে অবহিত করেন। তবে সাগরে ট্রলারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর আলাদা দল ট্রলারে থাকা জেলেদের উদ্ধার অভিযান শুরু করে।
লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, আজ বুধবার দুপুরে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘সবুজ বাংলা’ দুর্ঘটনা কবলিত ট্রলারটি গভীর সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলারটিতে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে উদ্ধার হওয়া জেলেদের ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের স্ব-স্ব বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।
জেলেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার পর এফভি জুনায়েদে করে তাঁরা ৫ দিনের জন্য জ্বালানি ও খাদ্যসহ সাগরে মাছ ধরতে যান। কিন্তু যাত্রার ৪ দিনের মাথায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৪০ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে