কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। তাঁদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে চলে গেছে। বিভিন্ন সময় বিদ্রোহী গোষ্ঠীটি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ওই জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর আজ সন্ধ্যায় ২৯ জেলেকে ফেরিয়ে আনতে সক্ষম হয়েছে বিজিবি। তিনি বলেন, বিকেলে দুটি কাঠের নৌকাসহ বিজিবির একটি দল মোংডুর উদ্দেশে রওনা দেয়। এরপর সন্ধ্যায় জেলেদের নিয়ে ফিরে আসে। তাঁদের টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ওই জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেবে।
নাফ নদীর টেকনাফ জেটিঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ২০ ফেব্রুয়ারি ৪টি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে ১১ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনাসংলগ্ন এলাকা থেকে দুটি ট্রলারসহ ৪ জেলেকে এবং গত বছরের ১৬ নভেম্বর নাফ নদীর উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৬ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি।

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। তাঁদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে চলে গেছে। বিভিন্ন সময় বিদ্রোহী গোষ্ঠীটি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ওই জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর আজ সন্ধ্যায় ২৯ জেলেকে ফেরিয়ে আনতে সক্ষম হয়েছে বিজিবি। তিনি বলেন, বিকেলে দুটি কাঠের নৌকাসহ বিজিবির একটি দল মোংডুর উদ্দেশে রওনা দেয়। এরপর সন্ধ্যায় জেলেদের নিয়ে ফিরে আসে। তাঁদের টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ওই জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেবে।
নাফ নদীর টেকনাফ জেটিঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ২০ ফেব্রুয়ারি ৪টি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে ১১ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনাসংলগ্ন এলাকা থেকে দুটি ট্রলারসহ ৪ জেলেকে এবং গত বছরের ১৬ নভেম্বর নাফ নদীর উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৬ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৭ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১২ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে