মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে আদালতের নির্দেশে সরেজমিনে মামলার তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের গুলির মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার সকাল ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম আরমান বলেন, আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি টিম মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যাই। সঙ্গে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা সঙ্গে ছিল।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধার চেষ্টা হলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।
এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় ডিবি।
স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে রাতের আঁধারে দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।
মামলার বাদী মুক্তিযোদ্ধা বীর আমজাদ হোসেন বলেন, ‘শতাধিক এলাকাবাসীর সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তাঁরা সকলেই পৌরসভার মেয়রের লোক। আমি প্রশাসনের কাজ থেকে এই জবরদখলকারীদের বিচার চাই।’
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, ঘটনার খবর পেয়ে ওসি (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের মহেশখালীতে আদালতের নির্দেশে সরেজমিনে মামলার তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের গুলির মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার সকাল ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম আরমান বলেন, আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি টিম মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যাই। সঙ্গে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা সঙ্গে ছিল।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধার চেষ্টা হলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।
এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় ডিবি।
স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে রাতের আঁধারে দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।
মামলার বাদী মুক্তিযোদ্ধা বীর আমজাদ হোসেন বলেন, ‘শতাধিক এলাকাবাসীর সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তাঁরা সকলেই পৌরসভার মেয়রের লোক। আমি প্রশাসনের কাজ থেকে এই জবরদখলকারীদের বিচার চাই।’
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, ঘটনার খবর পেয়ে ওসি (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে