চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ২৫টি গরু জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানের এসব গরু হেফাজতে নিয়ে বিপাকে পড়েছে চকরিয়া থানা-পুলিশ। প্রতিদিন এতগুলো গরুর দেখভাল, খাদ্যের জোগানের ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ভোরে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে শান্তিবাজার-ইয়াংছা সড়ক থেকে ২৫টি গরু ও ৫টি পিকআপ গাড়ি জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির দপ্তরের অধীন তীরেরডিবা বিজিবি ক্যাম্প। এ সময় পিকআপের ৫ জন চালককেও আটক করা হয়। আইনি জটিলতার কারণে গরুগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না পুলিশ।
ওই দিন সন্ধ্যায় তীরেরডিবা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. ফরিদ উদ্দিন বাদী হয়ে আটক ৫ জনসহ মোট ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে চোরাচালান আইনে চকরিয়া থানায় মামলা করেন। গরুগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা। আটক ৫ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠান।
সরেজমিনে দেখা গেছে, চকরিয়া থানার পুকুরপাড়ে ২৫টি গরু গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। একজন শ্রমিক গরুগুলোকে খাস ও ভুসি দিচ্ছেন, আরেকজন পানি খাওয়াচ্ছেন। খোলা আকাশের নিচে রাতে তীব্র শীতে গরুগুলোর কাঁপুনি ও কান্না দেখলে খুব খারাপ লাগে বলে জানান দুজন শ্রমিক।
হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম হোসাইন মামলাটি তদন্ত করছেন। তিনি বলেন, ‘এখন আমি মামলার বিষয়ে আদালতে আছি, পরে কথা বলব।’
এ নিয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিজিবি গত বৃহস্পতিবার গরুগুলো জব্দ করেছে। ছয় দিন ধরে গরুগুলোর জন্য দৈনিক ৪-৫ হাজার টাকার খাদ্যের প্রয়োজন হচ্ছে। এ ছাড়া দেখভাল করতে দুজন লোকও রাখা হয়েছে। এরপরও খাবার, আবাসনসহ তীব্র শীতের কারণে গরুগুলোর অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে।’
ওসি চন্দন বলেন, ‘বিধি অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গরুগুলোর নিলাম করতে হয়। আদালত যে আদেশ দেন, তাই করা হবে। গরুর মালিকানা দাবি করে আদালতে আবেদন করা ব্যবসায়ীর বিষয়টিও যাচাই করা হচ্ছে।’

মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ২৫টি গরু জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানের এসব গরু হেফাজতে নিয়ে বিপাকে পড়েছে চকরিয়া থানা-পুলিশ। প্রতিদিন এতগুলো গরুর দেখভাল, খাদ্যের জোগানের ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ভোরে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে শান্তিবাজার-ইয়াংছা সড়ক থেকে ২৫টি গরু ও ৫টি পিকআপ গাড়ি জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির দপ্তরের অধীন তীরেরডিবা বিজিবি ক্যাম্প। এ সময় পিকআপের ৫ জন চালককেও আটক করা হয়। আইনি জটিলতার কারণে গরুগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না পুলিশ।
ওই দিন সন্ধ্যায় তীরেরডিবা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. ফরিদ উদ্দিন বাদী হয়ে আটক ৫ জনসহ মোট ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে চোরাচালান আইনে চকরিয়া থানায় মামলা করেন। গরুগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা। আটক ৫ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠান।
সরেজমিনে দেখা গেছে, চকরিয়া থানার পুকুরপাড়ে ২৫টি গরু গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। একজন শ্রমিক গরুগুলোকে খাস ও ভুসি দিচ্ছেন, আরেকজন পানি খাওয়াচ্ছেন। খোলা আকাশের নিচে রাতে তীব্র শীতে গরুগুলোর কাঁপুনি ও কান্না দেখলে খুব খারাপ লাগে বলে জানান দুজন শ্রমিক।
হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম হোসাইন মামলাটি তদন্ত করছেন। তিনি বলেন, ‘এখন আমি মামলার বিষয়ে আদালতে আছি, পরে কথা বলব।’
এ নিয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিজিবি গত বৃহস্পতিবার গরুগুলো জব্দ করেছে। ছয় দিন ধরে গরুগুলোর জন্য দৈনিক ৪-৫ হাজার টাকার খাদ্যের প্রয়োজন হচ্ছে। এ ছাড়া দেখভাল করতে দুজন লোকও রাখা হয়েছে। এরপরও খাবার, আবাসনসহ তীব্র শীতের কারণে গরুগুলোর অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে।’
ওসি চন্দন বলেন, ‘বিধি অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গরুগুলোর নিলাম করতে হয়। আদালত যে আদেশ দেন, তাই করা হবে। গরুর মালিকানা দাবি করে আদালতে আবেদন করা ব্যবসায়ীর বিষয়টিও যাচাই করা হচ্ছে।’

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে